মৌখিক প্রশ্নোত্তর (পরিবাহি ও তড়িৎ প্রবাহ) পর্ব-১

মৌখিক প্রশ্নোত্তর

 

প্রশ্ন১: তড়িৎপ্রবাহ কত রকমের হয়?
উত্তরঃ তড়িৎপ্রবাহ দুরকমের হয়, যেমন (i) সমপ্রবাহী তড়িৎপ্রবাহ (Direct current) এবং (ii) পরিবর্তী তড়িৎ প্রবাহ (Alternating current)
প্রশ্ন-২ ৩ড়িতের উৎসগুলির কয়েকটি নাম বল।
উত্তরঃ (i) ব্যাটারি, (ii) জেনারেটর, (iii) থার্মোকাপল ইত্যাদি।
প্রশ্ন -৩ কতকগুলি তড়িতের ব্যবহার উল্লেখ কর।
উওরঃ তাপ উৎপাদন, বাতি প্রজ্নলন, ওয়েন্ডিং, মোটর পরিচালনা, ব্যাটারী চার্জিং,
লেপন, রীলে, টেলিফোন, বৈদ্যুতিক সরঞ্জামাদি ইত্যাদি।
প্রশ্ন: তড়িৎপ্রবাহের ফল কী কী?
উত্তরঃ (i) তাপীয় ফল (বাতি, হিটার, ফিউজ), (ii) চৌম্বকীয় ফল (পাখা, মোটর,ঘন্টা), (iii) রাসায়নিক ফল (ব্যাটারী, চার্জিং, তড়িৎ-বিশ্লেষণ, তড়িৎ
(iv) শারীরবৃত্তীয় ফল (তড়িতাঘাত) এবং (v) এক্স-রে উৎপাদন। 
প্রশ্ন-৫: ডি.সি. এবং এ.সি. বলতে কী বুঝ?
উত্তরঃ ডি.সি. সমপ্রবাহ তড়িৎ প্রবাহের সংক্ষিপ্ত প্রকাশ যা শুরুর মুহূর্তেই শূন্যমান থেকে সর্বোচ্চমান প্রাপ্ত হয় এবং অপরিবর্তিত অবস্থায় একই অভিমুখে প্রবাহিত হয়।
এ.সি: পরিবর্তী তড়িৎ প্রবাহের সংক্ষিপ্ত প্রকাশ যার মান এমপরিবর্তনশীল হয়। একটি
আবর্তনে তরঙ্গকারে ইহার মান এক অভিমুখে শূন্য থেকে সর্বোচ্চ ও সর্বোচ্চ থেকে শূন্য হয় আবার বিপরীত অভিমুখেও শূন্য থেকে সর্বোচ্চ ও সর্বোচ্চ থেকে শূন্য হয়।
প্রশ্ন৬: কোথায় কোথায় ডি.সি. ব্যবহৃত হয়?
উত্তরঃ (i) ব্যাটারী চার্জিং.(ii) তড়িৎ লেপন (iii) তড়িৎ বিশ্লেষণ, (iv) রীলে, (v)
যানবাহনের মোটর, (vi) সিনেমা প্রজেক্টর ইত্যাদি।
প্রশ্ন-৭: কোথায় কোথায় এ.সি. ব্যবহৃত হয়?
উত্তরঃ (i) গৃহস্থালী সামগ্রী, (ii) পাখা, (iii) (রেফ্রিজারেটর, (iv) মোটর, (v) রেঙিও, (vi) টিভি ইত্যাদি।
প্রশ্ন৮: কোন বাড়ীর বৈদ্যুতিক সংস্থাপনা দেখে কীভাবে বোঝা যাবে বাড়ীর সাপ্লাই এ.সি. বা ডি.সি.?
উত্তরঃ পাখা ও টিউব লাইটের কানেকশন দেখে।
প্রশ্ন৯: পরিবাহী (Conductor) কাকে বলে?
উত্তরঃ যে পদার্থের পরমাণুতে মুক্ত ইলেকট্রন কণার সংখ্যা বেশি এবং তড়িৎ প্রবাহের বিরুদ্ধে খুব কম বাধা প্রদান করে সেই পদার্থকে পরিবাহী পদার্থ বলে।
প্রশ্ন-১০: অন্তরক (Insulator)কাকে বলে?
উত্তরঃ যে পদার্থের পরমাণুতে ইলেক্ট্রনের কণার সংখ্যা খুব সামান্য বা নেই বললেই চলে এবং তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রধান করে সেই পদার্থকে অন্তরক পদার্থ বলে।

Leave a Reply