আর্থ লিকেজ সার্কিট ব্রেকার
আর্থ লিকেজ সার্কিট ব্রেকার (ELCB) ওয়্যারিং বা সার্কিটের লিকেজজনিত কারণে যেন দুর্ঘটনা না ঘটে সে
কাজ করে। এ অধ্যায়ে ইএলসিবি-এর গুরুত্ব ও কার্যপদ্ধতি বর্ণনা করা হয়েছে।
আর্থ লিকেজ সার্কিট ব্রেকার-এর সংজ্ঞা : আর্থ লিকেজ সার্কিট ব্রেকার একটি রক্ষণযন্ত্র বা প্রটেকটিভ
যা লিকেজজনিত দোষযুক্ত বা ত্রুটিপূর্ণ সার্কিটকে ভালাে অংশ থেকে বিচ্ছিন্ন করে বিপদজনক অবস্থা ও
করে। সার্কিটের লিকেজ কারেন্ট ব্রেকারের মধ্য দিয়ে আর্থে প্রবাহিত হয়ে লাইনকে বিচ্ছিন্ন করে বলে এর
হয়েছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। একে সংক্ষেপে ইএলসিবি বলে। অর্থাৎ, সার্কিটে লিকেজ জনিত ত্রুটির কারণে যে
সার্কিট ব্রেকার সংশ্লিষ্ট সার্কিটকে ত্রুটিযুক্ত স্থান হতে বিচ্ছিন্ন করে তাকে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বলে।
আর্থ লিকেজ সার্কিট ব্রেকার প্রয়োজনীয়তা : যেখানে আর্থ রেজিস্ট্যান্সের মান সন্তোষজনক পাওয়া যায় না। সেখানে
বৈদ্যুতিক যন্ত্রপাতি আর্থিং-এর উদ্দেশ্য সফল করার জন্য আর্থ লিকেজ সার্কিট ব্রেকার লাগানাে হয়। আর্থ সার্কিটে এ যন্ত্র
বসানাের উদ্দেশ্য হচ্ছে সার্কিটে কারেন্ট লিকেজ হলে তা যন্ত্রের রিলের মাধ্যমে পরে প্রবাহিত হয়ে আর্থে যায় এবং রিলে
অপারেট করে। আর তখনই সংযুক্ত সার্কিট ব্রেকার লাইন অফ করে লিকেজজনিত কারেন্টে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে শক না
পেতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। ব্রেকার অপারেশনে লিকেজ সার্কিট আলাদা হয়ে যায়। পাওয়ার সর্কিটে এ ধরনের
সার্কিট ব্রেকারের গুরুত্ব খুব বেশি।
আর্থ লিকেজ সার্কিট ব্রেকার সার্কিটে সংযোগ চিত্র : আর্থ লিকেজ সার্কিট ব্রেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রটেক
ডিভাইস। এর মধ্যে টেষ্ট রেজিস্ট্যান্স, ট্রিপিং কয়েল, পুশ সুইচ ও কন্ট্যাক্ট পাত থাকে। আর্থ লিকেজ স
ব্রেকার রিলে বা কোয়েলকে ওয়্যারিং এর আর্থ সার্কিটের সাথে সিরিজে সংযােগ করতে হয়। সলিড স্টেট ইলেকট্রনিক
ডিভাইস ব্যবহার করা হয়েছে। এ ধরনের আর্থ লিকেজ সার্কিট ব্রেকারে একটি টেস্টিং বাটন থাকে, যার মাধ্যমে ব্রেকারের
কার্যকারিতা পরীক্ষা করা যায়। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার-এর সুইচের আর্থ টার্মিনাল ছাড়া আলাদা আর্থ ইলেকট্রোডের
সাথে ইনসুলেটর দিয়ে সংযোগ করতে হয়। যখন সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট লিক করে তখন আর্থ লিকেজ ।
ব্রেকারের রিলের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সময় আর্মেচার টেনে রাখে এবং সুইচের পাত
অন্য সার্কিটের সাথে সংযােগ করে দেয়। আর এর ফলে যে সার্কিটে কারেন্ট লিক করছিল সেটি খুলে যায়
দুর্ঘটনা ছাড়াই কারেন্ট প্রবাহ বন্ধ হয়। ছােট বাড়ির ওয়্যারিং-এ এটি ব্যবহারের প্রয়ােজন হয় না।
এয়ার সার্কিট ব্রেকার
কম পরিমাণ বৈদ্যুতিক এনার্জি পরিবহন ও বিতরণের জন্য রক্ষণযন্ত্র হিসেবে এয়ার সার্কিট ব্রেকার অন্যতম। এ
অধ্যায়ে এয়ার সার্কিট ব্রেকারের গঠন ও ব্যবহার সম্পর্কে আলােচনা করা হয়েছে।
এয়ার সার্কিট বেকার (Air circuit breaker) : যে সার্কিট ব্রেকারে বায়ুর চাপের মাধ্যমে সার্কিট খুলে দেও
ও বন্ধ করার কাজ সম্পন্ন হয় তাকে এয়ার সার্কিট ব্রেকার বলে। এয়ার সার্কিট ব্রেকারে এয়ার চাপের মাধ্য
সার্কিট ব্রেকারের অপারেশন ঘটে বলে এরূপ নামকরণ করা হয়েছে। এটির ক্যাপাসিটি কম এবং বর্তমানে ব্যক
সীমিত। এর নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। এয়ার সার্কিট ব্রেকারের শ্রেণিবিভাগ নিচে উল্লেখ করা হল এয়ার সার্কিট
ব্রেকারে আর্ক নিভাননার জন্য বাতাস ব্যবহার করা হয়। বাতাস ব্যবহারের প্রকার অনুয়ায়ী এ সার্কিট ব্রেকার দুপ্রকার।
ক) সাধারণ এয়ার সার্কিট ব্রেকার (Simple Air Circuit Breaker) ও
খ) এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার (Air Blast Circuit Breaker).
সাধারণ এয়ার সার্কিট ব্রেকারে স্থির কন্ট্যাক্ট ও চলনশীল কন্ট্যাক্ট-এর মাঝে সাধারণ বাতাসে আর্ক নি
এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে উচ্চ চাপের বাতাসের সাহায্যে আর্ক নিভানো হয়।
এয়ার সার্কিট ব্রেকারের ব্যবহার :
বের সবিধা হল এর গঠন সহজ ও খরচ কম।
পাশাচ কম হয়। বর্তমানে এর ব্যবহার সীমিত। নিচে এটার ব্যবহার উল্লেখ করা হল।
১. বোতক লাইনকে স্বাভাবিক অবস্থায় অন-অফ করার জন্য এ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
২. বৈদ্যুতিক লাইনে অস্বাভাবিক অবস্থা জনিত ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যও এ ব্যবহার করা হয়। লাইনের
কোথাও কোনো দোষ-ত্রুটি দেখা দিলে ব্রেকার ট্রিপ করে দোষযুক্ত অংশকে সুস্থ অংশ হতে আলাদা করে দেয়।
৩. সাধারণ এয়ার সার্কিট ব্রেকার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার লোডের দিকে বাসবার ব্যবহার করা
ভবন, অফিস আদালতে, হোটেল রেস্তোরাঁয় অপেক্ষাকৃত ছোট আকারের এয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
অয়েল সার্কিট ব্রেকার
অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেল আর্ক নিভাননা এবং ডাই-ইলেকট্রিক মাধ্যম হিসেবে কাজ করে। এ ধরনের
সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি এয়ার সার্কিট ব্রেকারের চেয়ে বেশি হয় কিন্তু রক্ষণাবেক্ষণ খরচ অনেক। সালফার
হেক্সা-ফ্লোরাইড সার্কিট ব্রেকারের প্রাথমিক খরচ বেশি হলেও সুবিধা অনেক। এ অধ্যায়ে অয়েল সার্কিট ব্রেকারের
ব্যবহার ও এতে ব্যবহৃত তেলের গুণাগুণ নিয়ে আলােচনা করা হয়েছে।
অয়েল সার্কিট ব্রেকার (Oil circuit breaker) : যে সার্কিট ব্রেকারের মধ্যে তেল থাকে এবং এর ।
অপারেশন বা অন-অফ ইনসুলেশন অয়েলের মধ্যে হয়ে থাকে, তাকে অয়েল সার্কিট ব্রেকার বলে। অয়েল সার্কিট ।
ব্রেকার ব্যবহৃত ওয়েল ইনসুলেশন প্রদান করেও আর্ক নিভায়। এ ধরনের সাকিট ব্রেকারের ক্যাপাসিটি বা এম ভি
এ রেটিং বেশি হয়। অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেলের পরিমাণের উপর নির্ভর করে একে দু ভাগে ভাগ করা যায়।
১. মিনিমাম বা স্মল বা লাল অয়েল সার্কিট ব্রেকার এবং
২. ব্যাংক অয়েল সার্কিট ব্রেকার।
বাঙ্ক অয়েল সার্কিট ব্রেকার আবার দু ধরনের।
ক) প্লেইন ব্রেক টাইপ বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ও খ) আর্ক নিয়ন্ত্রিত বাঙ্ক অয়েল সার্কিট ব্রেকার।
অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেলের গুণাগুণ : অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেল সার্কিট ব্রেকারের অপারেশন
ও। ক্যাপাসিটি বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ তেলের যে সমস্ত গুণাবলি থাকা আবশ্যক সেগুলাে হল
(১) প্রয়োজনীয় ডাই-ইলেকট্রিক শক্তি থাকা আবশ্যক।
(২) তেলের ফায়ার পয়েন্ট ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড এর কম হওয়া ঠিক নয়।
(৩) এটি অ্যালকালি, অ্যাসিড ও সালফার মুক্ত হওয়া প্রয়োজন।
(৪) এটির আপেক্ষিক গুরুত্ব ০.৮ এর কম হবে না, অর্থাৎ অধিক পাতলা হবে না। ।
(৫) তেলের ভিসকোসিটি এমন হবে যাতে শীতে তেল জমে না যায়।
(৬) তেল অবশ্যই জলীয় বাষ্প ও ভাসমান পদার্থ মুক্ত হবে।
অয়েল সার্কিট ব্রেকার ব্যবহার: অয়েল সার্কিট ব্রেকার বিদ্যুৎ সিস্টেমের সুষ্ঠু পরিচালনায় ব্যাপকভাবে ব্যবহৃত
হয়। আমাদের দেশে বর্তমানে বেশি ক্ষমতার সার্কিট ব্রেকার বলতে অয়েল সার্কিট ব্রেকারই বুঝায়।
ইহার ব্যবহার নিচে উল্লেখ করা হল-
১. প্রয়োজন অনুযায়ী পাওয়ার লাইন অন-অফ করতে, অয়েল সার্কিট ব্যবহার করা হয়।
২. বৈদ্যুতিক লাইনে ত্রুটির জন্য ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করতে, এটি ব্যবহৃত হয়।
৩. সাপ্লাই ব্যবস্থায় ত্রুটিপূর্ণ অংশকে, ত্রুটিমুক্ত অংশ থেকে আলাদা করতে, এটি ব্যবহার হয়
৪. সিস্টেমের মেরামত ও রক্ষণাবেক্ষণে অফ করতে, এটি ব্যবহার হয়।
৫. অয়েল সার্কিট ব্রেকার মূলত সাবস্টেশন, বড় বড় শিল্প কারখানায় ব্যবহৃত হয়।