ফিজিক্স কেমিট্রি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

ফিজিক্স কেমিট্রি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Physics & Chemistry

১। পানির গলনাংক – 0°C এবং স্ফুটনাংক 100°C. 
২। যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে থাকে তাকে বলে স্ফুটনাংক, চাপ বাড়লে স্ফুটনাংক বাড়ে । 
৩। যে তাপমাত্রায় পদার্থটি কঠিন হতে শুরু করে তাকে হিমাঙ্ক বলে। 
৪। কঠিন/ উদ্বয়ী পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে বলে উর্বপাতন। 
৫। উদ্বয়ী পদার্থঃ- আয়ােডিন, ন্যাপথলিন, আর্সেনিক, নিশাদল, কপূর, কার্বন-ডাই-অক্সাইড, বেনজয়িক। 
৬। বায়ুমন্ডলে নাইট্রোজেনে পরিমান কত শতাংশ? উত্তরঃ ৭৮.১% 
৭। ডি.এন.এ অনুর দ্বি-হেলিক্স কাঠামাের জনক কে? উত্তরঃ ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। 
৮। হিমােগ্লোবিন কোন জাতীয় পদার্থ? 
উত্তরঃ আমিষ 
৯। PH হলাে – এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নিদের্শক। 
১০। গােয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? উত্তরঃ X-রে রশ্মি। 
১১। ঘামাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? উত্তরঃ বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে। 
১২। কোনাে বস্তুতে আধানের অস্থিত নির্ণয়ের যন্ত্র হলাে- তড়িত্বীক্ষণ যন্ত্র। 
১৩। কোনটি বেকিং পাউডার এর মূল উপাদানের সংকেত? উত্তরঃ NaHCO3 
১৪। নবায়ন যােগ্য জ্বালানী কোনটি? উত্তরঃ পরমাণু শক্তি। 
১৫। কোনটির বিদ্যুৎ পরিবাহীতা সবচেয়ে বেশী ? উত্তরঃ রুপা। 
১৬। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশী । 
১৭। গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহৃত হয় ? উত্তরঃ সালফিউরিক এসিড। 
১৮। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়- ইসপাত, লােহা। 
১৯। অ্যালটি মিটার কী? উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র। 
২০। কোনটি মৌলিক পদার্থ ? উত্তরঃ লােহা, সােনা, তামা। 
২১। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে--- পারদ। 
২২। স্টেইনলেস স্টীল এর অন্যতম উপাদান-- ক্রোমিয়াম। 
২৩। সর্বাপেক্ষা হালকা গ্যাস -- হাইড্রোজেন। 
২৪। ভারী পানির রাসায়নিক সংকেত-- D,0. 
২৫। লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়--- দস্তা। 
২৬। সংকর ধাতু পিতলের উপাদান----- তামা+ দস্তা।
২৭। কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল ---- জিপসাম। 
২৮। বিগব্যাঙ্ক তত্ত্বের প্রবক্তা---- জি./জর্জ ল্যামেটর। 
২৯। মহাজাগতিক রশ্মির আবিষ্কাকারক---- হেস। 
৩০। ডায়ােড সবচেয়ে বেশী ব্যবহৃত হয়---- রেকটিফায়ার হিসেবে। 
৩১। দুধে থাকে ---- ল্যাকটিক এসিড। 
৩২। কোনটি জৈব অশ্ল? উত্তরঃ এসিটিক এসিড। 
৩৩। অপটিক্যাল ফাইবারে আলাের কোন ঘটনাটি ঘটে ? উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন। 
৩৪। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় 
তা হলাে -----নিয়ত বায়ু। 
৩৫। স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় ---- নাইট্রিক এসিড। 
৩৬। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অধ্যকারাচ্ছন্ন অংশের সংযােগ স্থলকে বলে ---- ছায়াবৃত্ত। 
৩৭। আইসােটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ----- প্রােটন সংখ্যা সমান। 
৩৮। জারণ বিক্রিয়ায় ঘটে----ইলেকট্রন বর্জন। 
৩৯। কাজ ও বলের একক যথাক্রমে--- জুল ও ডাইন। 
৪০। আকাশে বিদ্যুৎ চমকায়---- মেঘের অসংখ্য জলকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
৪১। কোন নিষ্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই? উত্তরঃ হিলিয়াম। 
৪২। বিগ ব্যাঙ্ক তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন --- স্টিফেন হকিং।
৪৩। বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় --- আয়ােনােস্ফিয়ার। 
৪৪। অপটিক্যাল ফাইবার হচেছ--- খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলােক নল। 
৪৫। সমদ্রে জাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম- ক্রনােমিটার।
৪৬। প্রবল জোয়ারের কারন-- সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। 
৪৭। কোলেরেস্টরল হলাে --- অসম্পৃক্ত অ্যালকোহল। 
৪৮। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়---- মাটির অম্লতা হ্রাসের জন্য। 
৪৯। কোন আলােক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়----- ৪০০-৭০০
ন্যানােমিটার।(লাল আলাের তরঙ্গ দৈর্ঘ্য বেশী এবং বেগুনী আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম)। 
৫০। হীরক উজ্জ্বল দেখার কারন---- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
৫১। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ---- অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 
৫২। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়--- গামা রশ্মি। 
৫৩। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয়--- ফিটকিরি। 
৫৪। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ------ এডিস মশা। 
৫৫। সুনামীর কারন হলাে- --- সমুদ্র তলদেশের ভূমিকম্প। 
৫৬। কতবছর পর পর হ্যালির ধূমকেতুর দেখা যায়------ ৭৬ বছর পর পর। 
৫৭। জমির লবনাক্ততা নিয়ন্ত্রন করে কোনটি----- পানির সেচ।
৫৮। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়------ সালফার। 
৫৯। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম------ বায়বীয় মাধ্যমে। 
৬০। ফল পাকানাের জন্য দায়ী কোনটি---- ইথিলিন।
৬১। যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয়---আইসােটোন। 
৬২। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? ---বায়ুমন্ডলীয় প্রতিসরনে।
৬৩। লাল আলােতে নীল রঙের বস্তু কেমন দেখায়---- কালাে।
৬৪। বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরী ------ টাংস্টেন। 
৬৫। নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড -----ম্যাগনেশিয়াম অক্সাইড (Mgo)। 
৬৬। কোন ধাতু পানি অপেক্ষা হালকা------- সােডিয়াম। 
৬৭। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়------- সােডিয়াম।
৬৮। কোন বিজ্ঞানী রােগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন-------- লুই পাস্তুর। 
৬৯। সমুদ্র পৃষ্ঠের উত্তাপ কত------ ৬০০০ ° সেন্টিগ্রেড। 
৭০। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়-------- ৬ ঘন্টা ১৩ মিনিট পর। 
৭১। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়-------- পায়খানা ও প্রস্রাবখানায়। 
৭২। রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কী--------- ফ্রেয়নকে ঘণীভূত করা। 
৭৩। কোনটি পানিতে দ্রবীভূত হয় না ------- ক্যালসিয়াম কার্বনেট। 
৭৪। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি----- গামা রশ্মি। 
৭৫। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে ---- পেট্রোল ইঞ্জিনে।
৭৬। সর্বাপেক্ষা ছােট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------ গামা রশ্মির। 
৭৭। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারন---- উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। 
৭৮। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়----- গ্রাফাইড দন্ড।
৭৯। LASER এর পূর্ণরুপ---------------- Light Amplification by Stimulated Emission of Radiation.
৮০। উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে বলে------ মাইক্রোওয়েভ। 
৮১। ক্যান্সার রােগ নিরাময়ে ব্যবহার করা হয় ------ তেজস্ক্রিয়তা। 
৮২। তেজস্ক্রিয়তা আবিস্কার করেন----- ফরাসী বিজ্ঞানী হেনরী বেকরেল (১৮৯৬ সালে)। 
৮৩। গহনার আসল নকল যাচাই করা হয় ----- এক্সরের সাহায্যে। 
৮৪। এক্সরে আবিস্কার করেন ------ বিজ্ঞানী রন্টজেন (১৮৯৫ সালে)। 
৮৫। এক্সরে দৃশ্যমান নয় এবং এর তরঙ্গদৈর্ঘ্য 10-৪ থেকে 10-13 এর কাছাকাছি। 
৮৬। তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে------------তাড়িৎ চুম্বকের মেরু বিপরীত হয়ে যায়। 
৮৭। সেভিং ক্রিম বা সেভিং সাবানের প্রধান উপাদান হলাে------- কস্টিক পটাশ। 
৮৮। কাঁদুনে গ্যাস (Tear Gas) এর রাসায়নিক নাম ------ নাইট্রোকোরােফর্ম। 
৮৯। ক্লোরােফরমের রাসায়নিক নাম ---------- ট্রাইক্লোরােমিথেন। 
৯০। পলিথিন একটি -------- ইথিলিনের পলিমার।। 
৯১। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী----------- এস্টার। এবং ফল পাকানাের জন্য দায়ী ------ ইথিলিন। 
৯২। টলেন বিকারকের সাথে মিথায়নিক এসিড বিক্রিয়া করে ------- সিলভার দর্পণ সৃষ্টি করে। 
৯৩। রান্না করার জন্য সিলিন্ডারে যে গ্যাস ব্যবহৃত হয় তা প্রধানত ---------- বিউটেন। 
৯৪। লাল পিপড়া, বােলতা, মৌমাছিতে থাকে --------- ফরমিক এসিড। 
৯৫। পাকা কমলাতে থাকে -------- অকটাইল অ্যাসিটেড। 
৯৬। লেবুতে থাকে --------- সাইট্রিক এসিড। 
৯৭। তেঁতুলে থাকে -------- টারটারিক এসিড। 
৯৮। টমেটোতে থাকে -------- স্যালিক এসিড। 
৯৯। আপেলে থাকে------- ম্যালিক এসিড। 
১০০। কমলাতে থাকে --------- এসকরবিক এসিড। 
১০১। আমলকিতে থাকে--------- অক্সালিক এসিড। 
১০২। কার্বনের যৌগসমূহকে বলে---------- জৈব যৌগ। 
১০৩। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনজাত যৌগকে বলে-------- জৈব যৌগ। 
১০৪। জৈব রসায়নের জনক -------- সুইডিশ বিজ্ঞানী ফ্রিডরিক ওলার। 
১০৫। কার্বন পরমাণু বিহীন প্রায় সকল যৌগ -------- অজৈব যৌগ। 
১০৬। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিস্কার করেন------ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১০৭। ড্রাইসেল ব্যাটারীর তড়িচ্চালক বল হাে-------১.৫ ভােল্ট। 
১০৮। ঋনাত্বক আয়নসমূহকে বলে (F-, cl®) ------------- অ্যানায়ন। 
১০৯। ধনাত্বক আয়নসমূহকে বলে (Na+, Mg+) ----------ক্যাটায়ন। 
১১০। বিজারণ বিক্রিয়ায় কী হয় ------------- ইলেকট্রন গ্রহন করা হয়। 
১১১। আয়ােডিনের প্রধান উৎস ----------- সামুদ্রিক শৈবাল। 
১১২। পানীয় জল জীবাণুমুক্ত সবচেয়ে বেশী ব্যবহার করা হয় ----------- ক্লোরিন। 
১১৩। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা --------- ২ টি। 
১১৪। সর্বাপেক্ষা ভারী গ্যাস ----------- রেডন। 
১১৫। সর্বাপেক্ষা হালকা গ্যাস --------- হাইড্রোজেন । 
১১৬। কোনাে পর্যায়ে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়------------------পরমাণুর আকার তত কমতে থাকে। 
১১৭। তেজস্ক্রিয় গবেষণা ও ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহৃত হয় ---------- রেডন। 
১১৮। টিউব লাইটে আর্গন ও নিয়ন গ্যাস ব্যবহার করা হয়।
১১৯। রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে ----------------- রেডন উৎপন্ন হয়। 
১২০। নিষ্ক্রিয় গ্যাস গুলাের মধ্যে রেডন একটি তেজস্ক্রিয় মৌল।
১২১। নিশাদলের রাসায়নিক নাম --------- অ্যামােনিয়াম ক্লোরাইড। 
১২২। নাইট্রোজেন ড্রাই অক্সাইড গ্যাসের রং ---------- লালচে বাদামী। 
১২৩। প্রস্রাব থেকে অ্যামােনিয়ার গন্ধ আসে। 
১২৪। হাইড্রোজেন সালফাইডের গন্ধ -------- পচা ডিমের মতাে। 
১২৫। নাইট্রাস অক্সাইডকে ----------- লাফিং গ্যাস বলে।। 
১২৬। ধূমায়মান সালফিউরিক এসিডকে ---------- অলিয়াম বলে। 
১২৭। সালফার ড্রাই অক্সাইডের আধিক্যে ----------- এসিড বৃষ্টি হয়।
১২৮। দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে ---------- লােহিত ফসফরাস।
১২৯। সাদা টুথ পাউডারের প্রধান উপাদান --------- চক পাউডার। 
১৩০। ম্যাগনেশিয়াম অক্সাইডকে ---------------- ম্যাগনেশিয়া বলে। 
১৩১। ভাঙ্গা হাড়ের চিকিৎসায় ব্যবহৃত হয় --------- প্লাস্টার অব প্যারিস। 
১৩২। সােডিয়াম সিলিকেটের জলীয় দ্রবণকে -------- পানি কাচ বলে (Water Glass)।
১৩৩। সােডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ---------- ব্রাইন বলে। 
১৩৪। সিঁদুর হিসেবে ব্যবহৃত হয় ----------- লেড অক্সাইড (Pb3O4)। 
১৩৫। নির্বোধের সােনা বলা হয় ------আয়রন ডি সালফাইডকে। 
১৩৬। জিংক অক্সাইডকে চাইনিজ হােয়াইট বলে, যা ------------- সাদা রং হিসেবে ব্যবহৃত হয়। 
১৩৭। মরিচা হলাে ------------ ফেরিক অক্সাইড। 
১৩৮। সাপের বিষে থাকে ----------- জিংক সালফাইড। 
১৩৯। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ------------- ক্যালসিয়াম ক্লোরাে হাইপােক্লোরাইড। 
১৪০। চুনাপাথর বা মার্বেল পাথরের রাসায়নিক নাম -------------- ক্যালসিয়াম কার্বনেট। 
১৪১। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম ------------- মনােসসাডিয়াম গ্লুটামেট। 
১৪২। সােহাগা বা বােরাক্সের রাসায়নিক নাম------------- সােডিয়াম পাইবােরেট। 
১৪৩। কাপড় কাঁচার সােডার রাসায়নিক নাম ------------ আর্দ্র - সােডিয়াম কার্বনেট । 
১৪৪। খাবার সােডার রাসায়নিক নাম ----------- সােডিয়াম বাই কার্বনেট। 
১৪৫। কস্টিক সােডার রাসায়নিক নাম ----------- সােডিয়াম হাইড্রোক্সাইড। 
১৪৬। লােহা, ম্যাঙ্গানিজ ও কার্বনের মিশ্রণকে বলে ---------- স্পাইজেল। 
১৪৭। উড়ােজাহাজ বা মােটরগাড়ির বডি নির্মাণে ব্যবহৃত হয় ---------- ডুরালামিন সংকর ধাতু। 
১৪৮। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় ------------- নাইক্রোম তার। 
১৪৯। প্রকৃতিতে সবচেয়ে ভারী মৌল ------------- ইউরেনিয়াম। 
১৫০। সর্বাপেক্ষা ভারী ধাতু ------------ অসমিয়াম।
১৫১। সর্বাপেক্ষা স্ফুটনাংক বিশিষ্ট পদার্থ -------- অসমিয়াম।
১৫২। সর্বাপেক্ষা ঘনত্ব বিশিষ্ট ধাতু ----------- অসমিয়াম। 
১৫৩। সর্বাপেক্ষা ঘাত সহগ ধাতু -------------- স্বর্ণ বা সােনা।
১৫৪। সর্বাপেক্ষা নমনীয় ধাতু ------------- প্লাটিনাম।
১৫৫। সর্বাপেক্ষা মূল্যবান ধাতু ---------- ক্যালিফুর্নিয়াম।
১৫৬। সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতু --------------- সিলভার বা রুপা।
১৫৭। সর্বাপেক্ষা উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু ---------- টাংস্টেন। 
১৫৮। সর্বাপেক্ষা বৃহৎ অণু ----- ---------- ফুলারিন (আনবিক ভর - ৭২০)। 
১৫৯। সবচেয়ে মূল্যবান ধাতু ------------- প্লাটিনাম। 
১৬০। যে ধাতুর উপর আঘাত করলে কোন শব্দ হয় না ---------- অ্যান্টিমনি। 
১৬১। পারদের মত স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে -------- সিজিয়াম। 
১৬২। ধাতু সমূহের মধ্যে গলনাংক সবচেয়ে কম ---------- পারদের।
১৬৩। ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশী পাওয়া যায় ---------- অ্যালুমিনিয়াম। 
১৬৪। সবচেয়ে সক্রিয় ধাতু ছুরি দিয়ে কাটা যায়--------- পটাশিয়াম। 
১৬৫। পানিতে ভাসে; ছুরি দিয়ে কাটা যায় --------------- সােডিয়াম। 
১৬৬। সবচেয়ে হালকা ধাতু ---------------- লিথিয়াম। 
১৬৭। কার্বন একমাত্র অধাতু যা------------------ বিদ্যুৎ পরিবাহী। 
১৬৮। পরমাণুর অস্থায়ী মূল কণিকা --------------- পাইওন, মিউওন, নিউট্রিনাে, মেসন। 
১৬৯। হাইপাের রাসায়নিক নাম --------------- সােডিয়াম থায়ােসালফেট। 
১৭০। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় ------------------- সােডিয়াম ধাতু। 
১৭১। ঘড়ির চেইন রুপার মতাে উজ্জ্বল দেখায় কারন ------------ লােহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। 
১৭২। ফ্রিজে ব্যবহৃত হয় ----------- হিমায়ক ফ্রেয়ন / অ্যামােনিয়া।
১৭৩। মৌলিক খনিজ -------------- স্বর্ণ, হীরা, গন্ধক।
১৭৪। কঠিন খনিজ ------------------ ম্যাগনেটাইট, বক্সাইট, সালফার বা গন্ধক। 
১৭৫। নিউক্লিয় পরমাণু ভাঙ্গনের সময় নির্গত হয় -------------- গামা রশ্মি। 
১৭৬। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় --------- ফিশন। 
১৭৭। কালােসােনা তৈরী হয় ---------- জিরকন, মােনাজাইট, বিউটাইল প্রভৃতির সমন্বয়ে। 
১৭৮। ইপসম লবনের রাসায়নিক নাম ------------ ম্যাগনেশিয়াম সালফেট। 
১৭৯। পৃথিবীতে আসা সৌরশক্তির পরিমাণ ----------------18×1013 কিলােওয়াট। 
১৮০। উপগ্রহ থেকে ভূ-মন্ডল অবলােকন করাকে ------------------- রিমােট সেন্সিং বলে। 
১৮১। পারমাণবিক বােমার আবিস্কারক ----------------- ওপেন হেইমার। 
১৮২। রেডিও আইসােটোপ ব্যবহৃত হয় -------------- গলগন্ড রােগ নির্ণয়ে। 
১৮৩। মানুষ মরে কিন্তু দালান ও অবকাঠামাের কোন ক্ষতি হয় না যে বােমায় ------------- নাপাম বােমায়। 
১৮৪। ফিশন প্রক্রিয়ায় তৈরী হয় ---------- এটম বােমা।। 
১৮৫। ফিউশন পদ্ধতিতে তৈরীকৃত বােমার নাম --------------- হাইড্রোজেন বােমা। 
১৮৬। ফটোস্টেট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম --------------- সেলিনিয়াম। 
১৮৭। লেজার রশ্মি আবিস্কার করেন --------- মাইম্যান (১৮৯৬ সালে)। 
১৮৮। RADAR এর পূর্ণরুপ ----------------- Radio Detection And Ranging. 
১৮৯। যৌগিক আলাে থেকে মূল বর্ণের আলাে পাওয়ার পদ্ধতি হলাে -------- আলাের বিচ্ছুরণ।
১৯০। সমুদ্র নীল দেখায় ---------------- সূর্য রশির বিক্ষেপনের জন্য। 
১৯১। হলুদ - সবুজ অঞ্চলে দর্শনাভূতি ----------- সব থেকে বেশী। 
১৯২। মানুষের দর্শন ক্ষমতা প্রায় শূন্য ------------------- লাল আলােতে। 
১৯৩। বিচ্ছুরিত শক্তি সবচেয়ে বেশী ------------------ বেগুনী বর্ণের। 
১৯৪। বর্ণালীর প্রান্তীয় বর্ণ -------------- লাল ও বেগুনী। 
১৯৫। বেগুনী আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম ----------------- তাই বিক্ষেপণ বেশী। 
১৯৬। লাল আলাের তরঙ্গ দৈর্ঘ বেশী ----------------- তাই বিক্ষেপণ কম।। 
১৯৭। লাল আলােতে সবুজ পাতাকে ------------------ কালাে দেখায়।
১৯৮। বেশী তাপ বিকিরণ ও শােষণ করে ------------- কালাে রং। 
১৯৯। রঙ্গিন টেলিভিশনে যে তিনটি মৌলিক রং ব্যবহার করা হয়---------- আসমানী, সবুজ ও লাল। 
২০০। রাতে বেড়ালের চোখ জ্বল জ্বল করে -------------- হেপেটাস নামক রঞ্জক কোষ থাকে বলে। 
২০১। সিনেমাস্কোপ প্রজেক্টর তৈরী করা হয় ----------- অবতল লেন্স দ্বারা। 
২০২। পানিতে নৌকার বৈঠা বেঁকে যায় -------------- প্রতিসরণের জন্য।
২০৩। আলাের গতি ও বেতার তরঙ্গের গতি ------------ পরস্পর সমান।
২০৪। শূন্যস্থানে আলাের বেগ --------3x108 মিটার/ সেকেন্ড।
২০৫। আলাের চেয়ে শব্দের বেগ ----------------- কম। 
২০৬। কণাতত্ত্ব ----- নিউটন, তরঙ্গ তত্ত্ব ---- হাইগেন, তাড়িত চৌম্বক ---ম্যাক্সওয়েল,
কোয়ান্টাম তত্ত্ব ------ ম্যাক্সপ্লাঙ্ক। 
২০৭। দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় ---------- অবতল দর্পণ।
২০৮। সমতল দর্পণ ব্যবহার করে তৈরী করা হয় -------- পেরিস্কোপ।
২০৯। ৭৬ সে.মি. পারদ চাপকে বলে ------- প্রমাণ চাপ। 
২১০। শরীরের চামড়া ও ঠোঁট ফেটে যায় --------- বাতাসের আপেক্ষিপ আর্দ্রতা কম থাকায়। 
২১১। পানি জীবাণুমুক্ত হয় ১০০ ডিগ্রী সে. তাপমাত্রার গ্রহণেরও আরাে ১৫-২০ মিনিট পর।
২১২। ৪ ডিগ্রী সে. তাপমাত্রায় পানির ঘনত্ব ------------ বেশী ও ভারী। 
২১৩। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ---------- ৩৬.৯ ডিগ্রী সে. বা ৯৮০ ডিগ্রী ফারেনহাইট।
২১৪। -২৭৩ ডিগ্রী কেলভিন তাপমাত্রাকে বলে ------------- পরমশূন্য তাপমাত্রা। 
২১৫। ০ ডিগ্রী সে. বা ২৭৩ ডিগ্রী কেলভিন তাপমাত্রাকে বলে ----------- প্রমাণ তাপমাত্রা। 
২১৬। টানা তারের দৈর্ঘ্য দ্বিগুন করলে কম্পাংক ------ -------- অর্ধেক হয়। 
২১৭। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ------------- ডেসিবলের সাহায্যে। 
২১৮। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র ----------------- অডিও মিটার। 
২১৯। সমুদ্রের গভীরতা মাপা হয় ----------- ফ্যাদোমিটারের সাহায্যে। 
২২০। শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ ------------ ৩৩২ মিটার/সেকেন্ড। 
২২১। শব্দের দ্রুতি সবচেয়ে কম ------------- বায়ু মাধ্যমে। 
২২২। বাতাসে আর্দ্রতা বাড়লে ------------ শব্দের গতিবেগ বাড়ে। 
২২৩। কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা --------------- ১২ গুণ বেশী। 
২২৪। প্রতি ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ ---------- প্রতি সেকেন্ডে ০.৬ মিটার বৃদ্ধি পায়। 
২২৫। পানির তরঙ্গ ------- অনুপ্রস্থ তরঙ্গ। বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ ------- অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
২২৬। সাবান তৈরীর প্রধান কাঁচামাল -----------তৈল বা চর্বি। 
২২৭। ক্ষারের জলীয় দ্রবণ --------------- লাল লীটমাসকে নীল করে। 
২২৮। পাকস্থলীতে খাদ্যদব্য হজমে কাজ করে ------------- হাইড্রোক্লোরিক এসিড (HCL)।
২২৯। সাপের উপদ্রব কমানাের জন্য ব্যবহৃত হয় ---------- কার্বোলিক এসিড। 
২৩০। নিজে জ্বলে না এবং অন্যকে জ্বলতে সাহায্য করে না -------- নাইট্রোজেন এবং কার্বন-ডাই-অক্সাইড। 
২৩১। নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ------------ হাইড্রোজেন। 
২৩২। যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ---------------- ব্রোমিন। 
২৩৩। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ -------------- হীরা।
২৩৪। হিমায়িত কার্বন - ডাই- অক্সাইডকে ------------- ড্রাই আইস বলে।
২৩৫। প্রােটন সংখ্যা সমান হলে --------------- আইসােটোপ। 
২৩৬। নিউট্রন সংখ্যা সমান হলে --------------- আইসােটোন। 
২৩৭। ভর সংখ্যা সমান হলে ------------------ আইসােবার। 
২৩৮। পারমাণবিক সংখ্যা সমান এবং ভর সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন ভিন্ন হলে ---------- আইসােমার। 
২৩৯। সর্বশেষ আবিস্কৃত মৌল ---- --- আনানসেপটিয়াম। 
২৪০। তাপ বর্জন করে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হওয়াকে ----------- তুহিনী ভবন বলে।

Leave a Reply