প্রয়োজনীয় হ্যান্ড টুলস এর নাম ও তালিকা পর্ব- ২

special-essential-hand-tools
special essential hand tools

বিশেষ টুলসের ব্যবহারঃ

/২। ওয়্যার স্ট্রিপিং প্লয়ার্স ও ওয়্যার স্ট্রিপারঃ তারের ইনসুলেশন ছাড়ানাের কাজে ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন আকার ও সাইজের ওয়্যার স্ট্রিপিং প্লয়ার্স ও ওয়্যার স্ট্রিপার পাওয়া যায়। অ্যাডজাস্টিং ফ্লুর মাধ্যমে কন্ডাকটরের সাইজ এবং অ্যাডজাস্টমেন্ট স্ট্রিপের মাধ্যমে দৈর্ঘ্য ঠিক করে নিয়ে খুব দ্রুত তারের ইনসুলেশন ছাড়ানাে যায় এবং সবক্ষেত্রে তা একই রকম হয়।

৩। ক্রিম্পিং প্লয়ার্স ও ক্যাবল ল্যাগ, টার্মিনাল ক্লিপ, জয়েন্টিং স্লিভ ইত্যাদি চাপ দিয়ে শক্তভাবে কন্ডাক্টরের সাথে আটকে দেয়ার জন্য ক্রিম্পিং প্লয়ার্স ব্যবহার করা হয়। ওভার হেড লাইনের ক্ল্যাম্প আটকাতেও অনেক ক্ষেত্রে ক্রিম্পিং প্লয়ার্স ব্যবহার করা হয়। টারমিনাল ক্লিপ, ক্যাবল ল্যাগ অথবা জয়েন্টিং স্লিভে কন্ডাকটরের প্রান্ত ঢুকিয়ে দিয়ে ঐ প্লায়ার্স দিয়ে চাপ দিয়ে কন্ডাকটরকে শক্তভাবে আটকে দেয়া হয়।

৪। সারক্লিপ প্লায়ার্সঃ বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতির শ্যাফ্ট হতে সারক্লিপ খুলতে অথবা শ্যাটে সারক্লিপ আটকাতে সারক্লিপ প্লায়ার্স ব্যবহার করা হয়। এটা দেখতে অনেকটা রাউন্ড লং নােজ প্লায়ার্সের মত, এর মাথা সুচালাে হয়। ঐ সুচালাে মাথা সারক্লিপের প্রান্তের ছিদ্রে ঢুকিয়ে প্লয়ার্সের মত চাপ দিলে সারক্লিপটি শ্যাটের খাজ থেকে খুলে যায়। ভিতরের দিকের সারক্লিপ খুলতে ও লাগাতে ইনসাইড সারক্লিপ প্লায়ার্স এবং বাইরের দিকের সারক্লিপ খুলতে ও লাগাতে আউটসাইড সারক্লিপ প্লয়ার্স ব্যবহার করা হয়।

৫। স্ক্রু কাটিং প্লায়ার্সঃ লম্বা কু কেটে ছােট করার জন্য স্কু কাটিং মত প্যাচবিশিষ্ট ছিদ্র আছে এবং অন্য ফেস প্লেটটি সুইচের মত ধারালাে। নির্দিষ্ট পরিমাণ বসিয়ে সাধারণ প্লায়ার্সের মত হাতলে চাপ দিলে ত্রুটি ফেটে যায় নিয়ে কাজে ব্যবহার করা হয়।

৬। ইউনিভার্সেল প্লয়ার্সঃ পাইপের সাথে সকেটটি; এলবাে, বেন্ড ইত্যাদি আটকানাের কাজে এ প্লায়ার্স ব্যবহার করা হয়।

৭। সােল্ডারিং গানঃ সেমিকন্ডাকটর ডায়ােড ট্রানজিস্টর আইসি ইত্যাদির প্রান্ত সােল্ডারিং করতে সােল্ডারিং গান ব্যবহার করা হয়। যে স্থানে সােল্ডারিং করতে হবে সেখানে সােল্ডারিং লীড স্থাপন করে এর উপর সােল্ডারিং গানের মাথা স্থাপন করা হয়। এবার গানের সুইচ অন করার সাথে সাথে সােল্ডার গলে সােল্ডারিং সম্পন্ন হয়ে যায়। এতে যন্ত্রাংশটি উত্তপ্ত হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। প্রিন্টেড বাের্ডে সােল্ডারিং করার জন্য এটা অত্যন্ত উপযােগী।

৮। ডি সােল্ডারিং গানঃ এটা প্রকৃতপক্ষে একটি শােষক নল। প্রিন্টেড বাের্ড থেকে এটা প্রকৃতপক্ষে একটি শােষক নল। প্রিন্টেড বাের্ড থেকে সােল্ডারিং করা কোন যন্ত্রাংশ খুলতে এটা ব্যবহার করা হয়। সােল্ডারকে সােল্ডারিং আয়রন দিয়ে গরম করে গলানাের পর এ গান দিয়ে গলিত সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে গলানাের পর এ গান দিয়ে গলিত সােল্ডার শােষণ করে নেয়া হয়।

৯। পুল পুলারঃ মােশনের বা যন্ত্রাংশের শ্যাফট থেকে পুলি বিয়ারিং অথবা কাপলার খুলতে পুলি পুলার ব্যবহার করা পুলারের স্কু শ্যাটের মাথা শ্যাফটের প্রান্তে বসিয়ে এর ল্যাগ দিয়ে পুলি অথবা বিয়ারিংকে আঁকড়ে ধরা হয়। এরপর পুলারের ক্রু শ্যাফটকে রেঞ্চ দিয়ে অথবা এর সাথে আটকানাে হাতল দিয়ে ঘুরালে পুলি অথবা বিয়ারিংটি ল্যাগের টানে সহজে খুলে আসে।

১০। ফিউজ পুলারঃ হাই ভােল্টেজ সার্কিট থেকে কার্তুজ টাইপ ফিও টেনে খােলার জন্য ফিউজ পুলার ব্যবহার করা হয়। এটা এবােনাইটের তৈরি এবং আকারে প্রায় প্লায়ার্সের মত।

১১। ড্র টংঃ ওভারহেড লাইনে কন্ডাকটরের প্রান্তকে টেনে শ্যাকল ইনসুলেটরে অথবা স্ট্রেইন ইনসুলেটরের ক্ল্যাম্পে আটকানাের জন্য ড্র টং ব্যবহার করা হয়। এটা দেখতে অনেকটা চেইন রেঞ্চের মত যার মাথায় সাইকেলের চেইনের মত একটা লম্বা চেইন থাকে। ঐ চেইনের এক মাথা কন্ডাকটরের সাথে বেঁধে টংএর মাথাকে ক্রস আর্মের সাথে আটকানাে হয়। এবার টংএর হাতল এপাশওপাশ দোলালে চেইনটি এগিয়ে আসে এবং কন্ডাকটরকে ক্রস আর্মের কাছে নিয়ে আসে। এখানে রেচেট প্রক্রিয়ায় চেইনটি একপাশ হতে অন্য পাশে সরে আসে। বাঁধা শেষে রেচেট নব ঘুরিয়ে আবার চেইনকে সহজে টেনে সরানাে যায়।

১২। ঝু হােল্ডিং স্ক্রু ড্রাইভার ও মেশিন প্যানেল বাের্ড, কন্ট্রোল বাের্ড ইত্যাদির অভ্যন্তরে যন্ত্রাংশ আটকাতে গেলে অনেক সময় স্কুটিকে হাত দিয়ে যথাস্থানে স্থাপন করা যায় না। ঐ সকল স্থানে স্কু আটকানাের জন্য স্কু হােল্ডিং স্কু ড্রাইভার ব্যবহার করা হয়। এ সকল স্ক্রু ড্রাইভারে ব্লেডের সাথে একটা ক্লিপ থাকে। ক্লিপটি সাধারণভাবে ব্লেডের গােড়ায় হাতলের কাছে থাকে। স্ক্রুর খাঁজে স্ক্রু ড্রাইভারের ব্লেডের মাথা বসিয়ে ক্লিপটিকে টেনে স্ক্রু মাথা জড়িয়ে ধরানাে হয়। ফলে স্ক্রুটি ব্লেডের মাথায় সােজাভাবে আটকে থাকে। স্ক্রুকে যথাস্থানে স্থাপন করে কয়েক প্যাচ ঘুরিয়ে ব্লেন্ডকে একপাশে টেনে স্ক্রু থেকে সরিয়ে নিলে ক্লিপটি স্ক্রু মাথা থেকে খুলে যায়। তখন ক্লিপকে ব্লেডের গােড়ায় বসিয়ে নিয়ে স্কুর খাজে ব্লেডের মাথা পুনরায় স্থাপন করে সাধারণ স্ক্রু ড্রাইভারের মত টিকে আটকে দেয়া যায়।

১৩। টাব্বি স্ক্রু ড্রাইভারঃ এই স্ক্রু ড্রাইভারের ব্লেড ও হাতল লম্বায় অত্যন্ত খাটো। যেখানে স্ক্রু মাথার উপর জায়গা খুব অল্প সেখানে এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করে স্ক্রু আটকানাে হয়।

১৪। অফসেট স্ক্রু ড্রাইভারঃ এই স্ক্রু ড্রাইভার আকৃতিতে L এর মত। যেখানে স্ক্রু মাথার উপর জায়গা অত্যন্ত কম সেখানে স্ক্রু আটকানাের জন্য এ ধরনের ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়।

১৫। এলেন স্ক্রু ড্রাইভারঃ এদেরকে সাধারণভাবে এলেন কী বলা হয়। এলেন হেডযুক্ত স্ক্রু খােলার কাজে এ জাতীয় স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়।

১৬। ওয়াচ মেকার স্ক্রু ড্রাইভারঃ বিভিন্ন যন্ত্রাংশ মিটার, রিলে ইত্যাদির অত্যন্ত ছােট স্ক্রু খােলার কাজে এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়। এগুলাে ফ্ল্যাট, ফিলিপস এবং এলেন সব প্রকার হয়ে থাকে।

১৭। স্টারডি ক্রু ড্রাইভার ও অনেক দিন থেকে খােলা হয় না এ রকম স্ক্রু যখন সাধারণ স্ক্রু ড্রাইভার দিয়ে খােলা যায় না তখন এ জাতীয় স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়, এগুলাের মাথা জুর সুটে বসিয়ে হাতলে হাতুড়ি দ্বারা আঘাত করলে ব্লেডটি স্ক্রু মাথায় আরও চেপে বসে ঘুরে।

১৮। স্ক্রু এক্সট্রাকটরঃ কোন মেশিন অথবা যন্ত্রাংশের ক্ত খুলতে গিয়ে স্কুর মাথা নষ্ট হয়ে গেলে অথবা জুটি ভেঙ্গে গেলে তা খােলার কাজে স্ক্রু এক্সট্রাকটর ব্যবহার করা হয়। এগুলাে সুচালাে মাথাওয়ালা টেপ বিশেষ যার প্যাচ বামহাতি। যে স্ক্রুটি খুলতে হবে। তার মাথায় একটা ছিদ্র করে ঐ ছিদ্রে স্ক্রু এক্সট্রাকটর বসিয়ে বামহাতি ঘুরালেই স্ক্রুটি খুলে আসে।

১৯। হ্যামার ড্রিল মেশিনঃ ঘরের মেঝে, দেয়াল ও ছাদে ছিদ্র করার জন্য হ্যামার ড্রিল মেশিন ব্যবহার করা হয়। এটা দেখতে সাধারণ বৈদ্যুতিক ড্রিল মেশিনের মত হলেও গঠন এবং কাজে বেশ পার্থক্য আছে। এই ড্রিল মেশিনের চাক ঘুরার সাথে সাথে সামনে। পিছনে আসা যাওয়া করে এবং হাতুড়ির মত দেয়ালে ঘা মারে। ফলে হ্যামারিং এবং ড্রিলিং উভয় ক্রিয়া একসাথে চলে।

২০। স্টোন ডিল ও পাথরের দেয়ালে ছিদ্র করার জন্য এ জাতীয় ড্রিল ব্যবহার করা হয়। হ্যামার ডিল মেশিনের সাথে এই ছিল। ব্যবহার করা হয়।

২১। কনক্রিট ড্রিলঃ ইটের গাঁথুনি অথবা ঢালাই করা মেঝে, দেয়াল ও ছাদে ছিদ্র করার জন্য এই ড্রিল ব্যবহার করা হয় ।

২২। হােল পাঞ্চঃ রাবারের অথবা চামড়ার গ্যাসকেট কাটার জন্য এই পাঞ্চ ব্যবহার করা হয়।

২৩। ড্রিফট পাঞ্চঃ বিভিন্ন মেশিনের লকপিন, হিঞ্জ, শ্যাফট ইত্যাদি খােলার জন্য এই পাঞ্চ ব্যবহার করা হয়।

২৪। ড্রিল পাঞ্চঃ ধাতব শীটে ছিদ্র করার জন্য এই পাঞ্চ ব্যবহার করা হয়।

২৫। রিবােটিং গানঃ ধাতব শীট জোড়া দেওয়ার কাজে রিবেট আটকানাের জন্য রিবেট গান ব্যবহার করা হয়।

২৬। শীথ কাটিং স্লীপঃ ক্যাবলের শীথ কাটার জন্য ব্যবহার করা হয়।

২৭। ব্লো টর্চঃ সােল্ডারিং কাজে আয়রন গরম করার জন্য এবং কোন মেশিনের অংশবিশেষ উত্তপ্ত করা অথবা মােটরের .

ওয়াইন্ডিং কয়েল পুড়িয়ে বার্নিশের আঁঠালাে ক্রিয়া ধ্বংস করার জন্য ব্লো টর্চ ব্যবহার করা হয়।

২৮। নিড্ল ফাইল ঃ ধাতব যন্ত্রাংশ, সুইচ বাের্ড ও অন্যান্য সূক্ষ্ম স্থানে ফাইলিং করে মসৃণ করার জন্য নিডল ফাইল ব্যবহার

করা হয়। বাজারে এ সকল ফাইলের সেট পাওয়া যায় এবং ফাইলগুলাে বিভিন্ন প্রকার থাকে।

২৯। ওয়েজ ডাইভার ও মােটর ওয়াইন্ডিং কাজে স্লটে কয়েল বসানাের পর কয়েলের উপর সুটের মুখে ওয়েজ ঢুকানাের কাজে ওয়েজ ড্রাইভার ব্যবহার করা হয়।

৩০ কয়েল ডিফটঃ মােটর ওয়াইন্ডিং কাজে স্লটে কয়েল ঢুকানাের সময় সুটের মধ্যে কয়েলকে চেপে বসানাের জন্য কয়েল। ড্রিফট ব্যবহার করা হয়।

৩১। বােন্ট কাটা সিয়ার ও মেশিন, যন্ত্রাংশ, প্যানেল বাের্ড ইত্যাদির যে সব বােল্ট শক্তভাবে আটকে যাওয়ার ফলে খােলা যায় না, এগুলাের হেড কাটার জন্য বােন্ট কাটা সিয়ার ব্যবহার করা হয়।

৩২। সি ক্যাম্প ও ফিটিং কাজের সময় দুটো অংশকে শক্তভাবে চেপে ধরে রাখার জন্য সি ক্ল্যাম্প ব্যবহার করা হয়।

You may also like...

Leave a Reply