রক্ষণ যন্ত্র রিলে ও আর্থ লিকেজ সার্কিট ব্রেকার

রিলে
জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন (পরিবহন) লাইন ও ডিস্ট্রিবিউশন (বিতরণ) লাইন নিয়ে বৈদ্যুতিক পাওয়ার ২
সিস্টেম গঠিত। যখন কোন অংশে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় তখন সেই অংশের তুটি দ্রুত শনাক্ত করে বিচ্ছিন্ন করার
প্রয়োজন হয়। সকল ত্রুটির দ্রুত দূর হয় না বরং সনাক্ত করে বন্ধ না করলে এটি সিস্টেম পরিচালনায় বিঘ্ন ঘটায়।
কারণ তুটি পূর্ণ অংশ দ্রুত বিচ্ছিন্ন করলে যন্ত্রপাতি এবং সিস্টেম ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ত্রুটিপূর্ণ।
অংশ সনাক্ত এবং বিচ্ছিন্ন করার জন্য ফিউজ, রিলে সমন্বয়ে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়। এ কাজে লাে ভােল্টেজ
পদ্ধতিতে ফিউজের ব্যবহার ব্যাপক এবং সুবিধাজনক। কারণ ফিউজ দামে সস্তা ও মেরামত খরচ কম। হাই
ভােল্টেজে এ কাজে রিলের সমন্বয়ে সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়। রিলে তুটি শনাক্ত করে সার্কিট ব্রেকারের।
অপারেশনে কাজ করে। এ জন্য সার্কিট ব্রেকারকে কার্যকরী করতে রক্ষণ যন্ত্র হিসেবে রিলে ব্যবহার করা হয়।
রিলে সিষ্টেমের ক্রটি শনাক্ত করে এবং সার্কিট ব্রেকারের অপরেশনে তথ্য দেয় বা কাজ করে। সিস্টেম কার্যকরী।
রাখতে বিভিন্ন ধরনের রিলে ব্যবহার করা হয়। ওভার ভোল্টেজ রিলে, ওভার কারেন্ট রিলে, ডিরেকশনাল রিলে, বুখলজ
রিলে ইত্যাদি। 

 

রিলের সংজ্ঞা (Definition of relay) : যে প্রটেকটিভ ডিভাইস বা রক্ষণযন্ত্র বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি শনাক্ত
করে এবং সার্কিট ব্রেকার অপারেশনে সহায়তা করে এবং ত্রুটিপূর্ণ অংশকে ভালাে অংশ হতে বিচ্ছিন্ন করতে সাহায্য ।
করে তাকে রিলে বলে।।

 

রিলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটে দোষত্রুটি দেখা দিলে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ
সার্কিট বন্ধের কাজ করে। রিলে বৈদ্যুতিক সিস্টেমের নীরব প্রহরী হিসেবে কাজ করে। এ ছাড়াও বিভিন্ন ধরনের
রিলে বৈদ্যুতিক যন্ত্রপাতির অপারেশনে ও কমিউনিকেশন সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গঠন ও কাজ অনুযায়ী রিলে বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন প্রকার রিলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচে
রিলের ব্যবহার উল্লেখ করা হল-
১. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের শর্ট সার্কিট ত্রুটি, অর্থ ত্রুটি থেকে রক্ষা করে।
২. জেনারেটর, ট্রান্সফরমার অতিরিক্ত লােড থেকে রক্ষা করে।
৩. লাে ভােন্টেজের হাত থেকে মেশিন ও যন্ত্রপাতি রক্ষা করে।
৪. সিস্টেমের ত্রুটিপূর্ণ অংশকে ভাল অংশ থেকে আলাদা করে। 

 

রিলের ব্যবহার : বৈদ্যুতিক সার্কিটে শর্ট সার্কিট ক্রুটি এবং আর্থ ফল্টজনিত কারণে যে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত
হয়। সেই কারেন্টের আনুপাতিক অংশ সিটির মাধ্যমে রিলে কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সংযুক্ত রিলের
অপারেশন কারেন্ট প্রবাহের দিক, ভােল্টেজ ও কারেন্টের পরিমাণ, ফ্রিকোয়েন্সির পরিবর্তন ইত্যাদির উপর নির্ভর
করে। সংযুক্ত রিলের অপারেশনের চিত্র অনুযায়ী ট্রিপ সার্কিট চালু হয়ে ট্রিপ কয়েলের মধ্যদিয়ে কারেন্ট প্রবাহে
সার্কিট ব্রেকার অফ হয়। ১৬.১ চিত্রে রিলের সাথে সার্কিট ব্রেকারের সংযােগ দেখানাে হয়েছে যা থেকে
অপারেশনের মূলনীতি জানা যাবে। ট্রান্সমিশন লাইনের সাথে রিলে ও সার্কিট ব্রেকারের সংযােগ চিত্র অনুযায়ী যখন
‘ফ’ চিহ্নিত স্থানে ত্রুটি দেখা দেয় তখন সার্কিটে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয়। এর ফলে সিটির মাধ্যমে রিলে
কয়েলে প্রবাহিত কারেন্ট বাড়ে এবং কন্ট্যাক্ট বন্ধের মাধ্যমে রিলে সার্কিট সক্রিয় বা অ্যাকটিভ হয়। আর তখনই ট্রি
সার্কিট সক্রিয় হয়ে সার্কিট বেকার অপারেট করে এবং ত্রুটিপূর্ণ অংশ বিচ্ছিন্ন হয়। এভাবে রিলে সিস্টেমকে নিরাপত্তা প্রদান
করে। রিলে, সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখে এবং দেখা দেয়ার সাথে সাথেই অপারেট করে
সিস্টেমকে ক্ষতির হাত হতে রক্ষা করে বিধায় রিলেকে অতন্দ্র প্রহরী বলে। 

 

রিলের সংযোগ পদ্ধতি : ইলেকট্রোম্যাগনেটিক রিলে ম্যাগনেটিক কয়েল বা রিলে কয়েল লাইনের কারেন্ট।
ট্রান্সফরমারের সাথে সংযুক্ত থাকে। ইলেকট্রোম্যাগনেটিক সাথে একটি আর্মেচার থাকে যা চলনশীল কন্ট্যাক্ট হিসেবে কাজ
করে। চলনশীল কন্ট্যাক্ট-এর পাশে একটি স্থির কন্ট্যাক্ট থাকে। চলনশীল কন্ট্যাক্ট ও স্থির কন্ট্যাক্ট সার্কিট ব্রেকারের। টপ
সার্কিটের সাথে সংযুক্ত থাকে। ব্রেকার ট্রিপ সার্কিট ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ পায়। নিচের চিত্রে রিলের | সংযোগ
দেখানো হয়েছে। 
লাইটনিং অ্যারেস্টার
অনেক কারণে বৈদ্যুতিক সিস্টেমে ওভার ভােল্টেজ দেখা দেয়। এর মধ্যে উল্লেখযােগ্য হল লাইটনিং, সার্কিট ব্রেকার
সফ হওয়া বা হঠাৎ লােড বিচ্ছিন্ন করা ইত্যাদি। লাইটনিংজনিত ওভার ভােল্টেজ নিরাপদ করতে না পারলে সিস্টেমে।
নামাঅক বিষয় দেখা দিবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। লাইটনিং প্রতিক্রিয়া থেকে সিস্টেম রক্ষার জন্য লাহানং
অ্যারেস্টর ব্যবহার করা হয়।
লাইটনিং-এর সংজ্ঞা (Definition of lightning) : লাইটনিং শব্দের অর্থ বজ্রপাত। লাইটনিং হলাে ব্যাপক
পাকিং এবং মেঘপুঞ্জের চার্জ যা ব্যাপক ভােল্টেজ সৃষ্টি করে। এটি খুব অল্প সময়ের জন্য ঘটে। লাইটনিং-এর ফলে
যে বৈদ্যুতিক এনার্জি ডিসচার্জ হয় তা খুব বেশি। মেঘ ও আর্থের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ, মেঘপুঞ্জের মধ্যে
ইলেকট্রিক ডিসচার্জ অথবা একই মেঘের বিভিন্ন স্তরের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ এর ঘটনাকে লাইটনিং বলে।
মেঘে পুঞ্জীভূত চার্জ সরাসরি লাইনের মাধ্যমে ডিসচার্জ হয় আবার মেঘের মধ্যে সংঘর্ষে ডিসচার্জ হয়ে লাইনে পতিত
হয়। এটি সিস্টেমের অপারেশনে মারাত্মক বিঘ্ন ঘটায়। যখন কোন মেঘের চার্জ আর্থের তুলনায় বা পাশের মেঘের
তুলনায় খুব বেশি হয় তখন লাইটনিং সংঘটিত হয়। বাতাস ও মেঘের পানি কণার ঘর্ষণে বৈদ্যুতিক চার্জের সৃষি
হয়ে লাইটনিং ঘটে। লাইটনিং-এর ফলে লাইনে ট্রাভেলিং ওয়েভের সৃষ্টি হয় এবং ওভার ভােল্টেজ দেখা দেয় যা সিস্টেমকে
ক্ষতিগ্রস্থ করে। 
লাইটনিং এরেস্টর এর সংজ্ঞা (Definition of lightning arrestor) : যে প্রটেকটিভ ডিভাইস বা রক্ষণ।
ফএ সাজ ভোল্টেজ এর কারণে সৃষ্ট অতিরিক্ত কারেন্টের হাত থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষা করে তাকে লাইটনিং
মেম বলো এট লাইটনিং এ সৃষ্ট সার্জ আর্থে প্রেরণ করে সিস্টেম নিরাপদ রাখতে কাজ করে। খুব সাধারণ গঠনের
হন গ্যাপ লাইটনিং অ্যারেস্টর ট্রান্সফরমার প্রটেকশন ব্যবহার হয়। এটির এক প্রান্ত সার্কিটে, যত্রে এবং অন্যপ্রান্ত আথে।
যুক্ত থাকে। সাধারণ অবস্থায়-এর মধ্যদিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় না। লাইটনিং এ সৃষ্ট হাই ফ্রিকুয়েন্সির কারেন্টই ।
অ্যারেস্টর এর অপারেশন ঘটায়। ১৭.১ নং চিত্রের মাধ্যমে এটি কার্যনীতি দেখানাে হয়েছে। 

 

লাইটনিং অ্যারেস্টর ব্যবহারের প্রয়োজনীয়তা : লাইটনিং প্রতিক্রিয়া, সার্কিট ব্রেকার ওপেন হওয়া, লোড বিচ্ছিন্ন করা ।
ইত্যাদি কারণে ওভার হেড লাইনে হঠাৎ খুব কম সময়ের জন্য ভােল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরূপ ভােল্টেজ বৃদ্ধিই
হল সার্জ। আকাশে মেঘের ঘর্ষণে অতি উচ্চ চার্জের সৃষ্টি হয় এবং এটির ডিসচার্জ হওয়াকে লাইটনিং বলে।
লাইনের উপর বজ্রপাতে সার্জ ভােল্টেজ সবচেয়ে বেশি হয়। লাইটনিং এর ফলে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় যা ঘটলে সে
বা নিরাপত্তার ব্যবস্থা না থাকলে সিস্টেম অকেজো হয়ে যাবে। এরূপ ঘটনা থেকে বৈদ্যুতিক লাইন, ট্রান্সফরমার, সুইচ ।
গিয়ার, যন্ত্রপাতি রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টর-এর প্রয়োজনীয়তা অপরিসীম।

You may also like...

Leave a Reply