ক্যাবল টার্মিনেশন

ক্যাবল টার্মিনেশন
আন্ডার গ্রাউন্ড ক্যাবলের বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে অথবা ওভারহেড লাইনের সঙ্গে সংযোগের জন্য প্রান্তীয় বিন্যাস প্রয়োজন
হয়। ক্যাবলের এই প্রান্তীয় বিন্যাসকে হয়। যেহেতু নিরেট ধরনের পেপার ইনসুলেটেড ক্যাবলের পেপার ইনসুলেশনের জন্য
আর্দ্রতা । ক্ষতিকারক, সেই জন্য ক্যাবল ইনসুলেশনকে টার্মিনেশনের সময় আর্দ্রতাজনিত ক্ষতির হাত থেকে রক্ষার উপর।
বিশেষ জোর দেওয়া হয়। সাধারণত পেপার ইনসুলেটেড ক্যাবলের টার্মিনেশন যৌগপূর্ণ ঢালাই লোহার সংযোজন বাক্স
ব্যবহার করা হয়। বাক্সের নকশা ও টার্মিনেশনের পদ্ধতি, ক্যাবলের ভোল্টেজ ও যে যন্ত্রের সঙ্গে সংযুক্ত করা হবে, তার
প্রকৃতির উপর নির্ভর করে। ওভারহেড লাইনের সঙ্গে সংযুক্তির কাজের লোকের উপর স্থাপনের উপযােগী এবং খােলা
আবহাওয়া ব্যবহার উপযোগী উল্টানো টার্মিনেশন বাক্স ব্যবহার করা হয়। কিন্তু ডিস্ট্রিবিউশন বাের্ড, সুইচগিয়ার বা
ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্যাবলের টার্মিনেশন বা প্রান্তীয় বিন্যাসে সিলিং বাক্স (Sealing box) ব্যবহৃত হয়।
ক্যাবল টার্মিনেশন করার পদক্ষেপসমূহ: 
ক্যাবল টার্মিনেশন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপসমূহ নিতে হয়:
(ক) মালামালের তালিকা প্রস্তুত করা
(খ) কন্ডাক্টর এর আবরণ সরানো
(গ) কন্ডাক্টর প্রস্তুত করা।
(ঘ) সোল্ডারিং করা
(ঙ) ট্যাপিং করা
(চ) ক্যাবলের কোর গুলো কি সংযোজন করা ।
ক্যাবল টার্মিনেশন পদক্ষেপ গুলোর বিবরণ
(ক) মালামালের তালিকা:
(১) সােল্ডার; (২) ফ্লাক্স; (৩) ট্যালাে চর্বি; (৪) ইনসুলেটিং ট্যাপ; (৫) শিল্ডিং ট্যাপ;
(৬) স্ট্রেস রিলিফ কোণ; (৭) তেল নিরোধক ট্যাপ; (৮) কম্পাউন্ড; (৯) এপােক্সি রেজিন; (১০) এপােলি পুলি
(১১) ছাচের আঠা; (১২) পিভিসি দ্রাবক; (১৩) প্লাম্বার্স ব্ল্যাক; (১৪) ফেরুল; (১৫) কু-কানেকর; (১৩)
স্পেসার; (১৭) সীসার নল; (১৮) ঢালাই লোহার বাক্স ; (১৯) প্লাস্টিক মােন্ড।
(খ) কন্ডাক্টর এর আবরণ সারানোর পদ্ধতি:
ক্যাবলের মাথা থেকে প্রয়ােজনীয় দৈর্ঘ্য ছেড়ে ক্যাবলের সার্ভিং তার বা ফিতা দিয়ে বেঁধে সার্ভিং কাটতে হবে। সাভিং
কাটা হতে ৫-১০ মিমি দূরে ক্যাবলের আর্মারকে তার দিয়ে বেঁধে হ্যাক ‘স দিয়ে সেই বাঁধনের সামনে। হতে কেটে নিতে হবে।
উল্টা দিকে ঘুরিয়ে আমারের ফিতা বা তারকে টেনে বের করে নিতে হবে। আমার। সরিয়ে নেওয়ার পর এর নিচের কম্পাউন্ড
মিশ্রিত পাটের দড়ি সুন্দরভাবে ছেটে দিতে হবে। সীসার শীথের। উপরের কাগজ বা পাটের সার্ভিং খুলে নিতে হবে। প্রয়ােজনে
বু- ল্যাম্প দিয়ে গরম করে নিতে হবে। যেখানে আমার কাটা হয়েছে সেখান থেকে ১০-১৫ মিমি. দূরে খুব সাবধানে ছুরি দিয়ে
সীসার শীথটি গােল করে কেটে নিতে হবে। গােলাকার শীথ কাটা হতে ক্যাবলের শেষ প্রান্ত ছুরি বা শীথ কাটার যন্ত্র দ্বারা আধ
ইঞ্চি তফাতে দুই লাইনে লম্বালম্বিভাবে শীথ চিড়ে নিতে হবে। এবার প্লায়ার দ্বারা শীথের চেরা ফালিটি ধরে টেনে তুলতে হবে
এবং শীথটি চাপ দিয়ে ফাক করে ক্যাবল হতে খুলে ফেলতে হতে। শীথের মুখ হতে শুরু করে বেল্ট ইনসুলেশনের কাগজ
ছিড়ে ফেলতে হবে। কোরগুলোর ফাক ভর্তি করার জন্য ব্যবহৃত পাটের কাগজের বা রাবার ফিলার ছুরি দিয়ে কেটে ফেলতে
হবে। কোরগুলো হাত দিয়ে সরিয়ে ফাঁক করে দিতে হবে। 
(গ) কন্ডাক্টর প্রস্তুত করা:
কন্ডাক্টররে সমণের মুখে কাঠের দণ্ড লাগিয়ে হাতুড়ি দিয়ে দণ্ডের মাথায় আঘাত করতে করতে সীসার শীথের মুখ ।
একটু ফাক করে নিতে হবে। শীথের মুখের আকৃতি ঘণ্টার আকারের মতাে হবে। এটাকে বেলিং আউট বলে।।
মুলেম পেয্যের অধেক ১০-১৫ মিমি বেশি লম্বা। কোরের শাখার ইনসলেশন কেটে কন্ডাক্টর বের করে নিতে ।
হবে। স্ট্যান্ডগুলাের মথ্যে ক্রু ড্রাইভারের মাথা ঢুকিয়ে ফাক করে ছড়িয়ে নিতে হবে। ছুরি বা ভোতা ব্লেড দ্বারা ঘষে বা
এমারী কাগজ দ্বারা ঘষে প্রত্যেকটি স্ট্রান্ডকে আলাদা আলাদাভাবে পরিষ্কার । করে নিবে। পরিষ্কার ন্যাকড়া দিয়ে প্রত্যেকটি
স্ট্রান্ড ভালোভাবে মুছে নিতে হবে। ছড়ানো স্ট্রান্ডগুলােকে হালকাভাবে চেপে একত্র করে নিতে হবে যাতে স্ট্রান্ডগুলাে
পাশাপাশি থাকে এবং কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ গােলাকার হয়। কন্ডাক্টরের । মাথা সমানভাবে কেটে নিতে হবে । ৫০ বর্গ মিমি
এর চেয়ে বেশি আয়তনের কন্ডাক্টরের ক্ষেত্রে স্ট্রান্ডের প্রতি স্তর। ধাপে ধাপে কেটে নিতে হবে। 
(ঘ) সেন্টারিং করা: 
ক্যাবল বক্স ঢামিনেট করার ক্ষেত্রে ক্যাবলের প্রান্ত টার্মিনাল পোস্টে সংযোগ করা হয়। এই সংযােগ শুনে।
সম্পন্ন করার জন্য ক্যাবল কন্ডাক্টর এর প্রান্তে ক্যাবল লাগ আটকানো হয় এবং
লাগানো হয়। কন্ডাক্টর ও টার্মিনালের আকার বিবেচনা করে লাগে নির্বাচন করতে হয়। লাগের গােড়া তারের ব্রাশ
ও ইমারি দিয়ে ঘষে পরিষ্কার করতে হয়।
লাগের গােড়ায় একটি ছিদ্র করে নিতে হয়। লাগর গােড়া গলিত সােল্ডারে ডুবিয়ে উপরে তুলে অতিরিক্ত সােন্ডার
ঝেড়ে ফেলতে হয়। একে টিনিং বলে। পুনরায় ফ্লাক্স লাগিয়ে সােলাডারে ডুবাতে হয় এবং উপরে তুলে অতিরিক্ত।
সোল্ডার ঝেড়ে ফেলতে হয়। কোরের মাথার কন্ডাক্টর গলিত সোল্ডার ডুবিয়ে অথবা কন্ডাক্টরে গলিত ঢেলে
দিয়ে এটাকে ট্রেনিং করা হয়।
টিনিংকৃত কন্ডাক্টরের মাথা লাগের গােড়ায় ঢুকিয়ে দিতে হয়। লাগকে ঘাড়াভাবে ধরে ছােট ছিদ্র বা ঘাটের উপর।
গলিত সারেন্ডার ঢালতে হয়।
এবার কাপড়ের ফিতা খুলে লাগের গােড়ায় আরও সােল্ডার ঢালতে হয় এবং ট্যালাে বা চর্বি মাখানাে ন্যাকড়া দিয়ে ।
মুছে ঐ সোল্ডার মেয়ে দিতে হয়। 

 

(ঙ) ট্যাপিং করা: 
কোরগুলোকে গুলোকে মিহি এমারি দ্বারা ঘষে পরিষ্কার করে নিতে হয়। কোরগুলোর গােড়ায় যেখানে শীথ কাটা হয়
তার মুখে একাধারে একটির পর একটি করে টেপ জড়িয়ে দিতে হয়। কোরের গােড়া হতে লাগের গােড়া ও
প্রত্যেক কোরে টেপ জড়াতে হয়। টেপ খুব শক্তভাবে টেনে জড়াতে হয় যাতে টেপ ও ইনসুলেশনের মাঝে
ফাক না থাকে। 

You may also like...

Leave a Reply