কন্ডাকটর ও ইন্সুলেটর

কন্ডাকটর ও ইন্সুলেটর
কন্ডাকটর 
ওভারহেড লাইনে কন্ডাক্টর বলতে বিদ্যুৎ শক্তি সরবরাহের জন্য ব্যবহূত তার বা পরিবাহীকে বুঝায় ওভারহেড (লাইনে
সাধারণত অ্যালুমিনিয়াম, কপার ও ইস্পাতের কন্ডাক্টর ব্যবহূত হয়। ওভারহেড লাইনে প্রবাহিত কারেন্টের উপর ভিত্তি
করে প্রয়ােজনমতাে বিভিন্ন সাইজের কন্ডাক্টর ব্যবহার করা হয়।

 

কন্ডাক্টরের প্রকারভেদ-
ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টর প্রধানত ৫ প্রকার। যথা –
(১) তামা বা কপার কন্ডাক্টর; (২) অ্যালুমিনিয়াম কন্ডাক্টর; (৩) ইস্পাতের কন্ডাক্টর;
(৪) কপার ওয়েল্ডিং কন্ডাক্টর; (৫) ব্রোঞ্জ কন্ডাক্টর।

 

১. তামা বা কপার কন্ডাক্টর : ওভারহেড লাইনে পরিবাহী হিসাবে সাধারণত হার্ডড্রন তামার তার ব্যবহার করা।
হয়। কারণ এর টান সহন ক্ষমতা, কনডাকটিভিটি বেশি। সাধারণত ডিস্ট্রিবিউশন লাইনে সলিড কন্ডাক্টর এবং
ট্রান্সমিশন লাইনে খেইযুক্ত তামার তার ব্যবহার করা হয়। তামা বর্তমানে মূল্যবান বলে চুরি হয়ে যায়। তাই এই
তার এখন কম ব্যবহার করা হয়। 

 

২. অ্যালুমিনিয়াম কন্ডাক্টর : তামার তুলনায় এর আপেক্ষিক রোধ বেশি এবং টান সহন ক্ষমতা ও ওজন।
অ্যালুমিনিয়াম কন্ডাক্টর সব সময় পাকানো থাকে। সাধারণত দুই ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। ।
যথা –
(ক) অ্যালুমিনিয়াম স্ট্রান্ডেড কন্ডাক্টর :এটাকে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর (All Aluminium Condu
বা সংক্ষেপে এএসি (AAC) বলা হয়। এই কন্ডাক্টর শুধুমাত্র একগুচ্ছ অ্যালুমিনিয়াম তার দ্বারা তৈরি। ।
(খ) অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রি-ইনফোর্সড : একে সংক্ষেপে এসিএসআর (ACSR) বা Alumi Conductor Steel
Reinforced বলা হয়। অন্য কথায় একে স্টীল কোরড অ্যালুমিনিয়াম বা এসসিএ. (SCA) কন্ডাক্টরও বলা হয়। এই
কন্ডাক্টরে অ্যালুমিনিয়াম তারের গুচ্ছের ভেতরে একটি স্টিলে বা একগুচ্ছ স্টিলের তার ব্যবহার করা হয়। এর টান সহন
ক্ষমতা বেশি। উচ্চ চাপের ট্রান্সমিশন লাইনে এই  বেশি ব্যবহৃত হয়।
(৩) ইস্পাতের কন্ডাক্টর : ইস্পাতের টানসহন ক্ষমতা খুব বেশি, প্রায় ১০০০০ কেজি/ বর্গসেমি এবং দামও এর পরিবাহিতা
তামার তারের ১০% মাত্র। এই তার খুব বেশি ব্যবহৃত হয় না। 
(৪) কপার ওয়েল্ডিং কন্ডাকটর : কপার ও ইস্পাতের মিশ্রণে এই কন্টাক্টর তৈরি করা হয়। এর চেয়ে কম কিন্তু টান সহন
ক্ষমতা বেশি। নদী পারাপারের জন্য দীর্ঘস্পনের ক্ষেত্রে এই কন্ডাক্টর ব্যাবহৃত হয়। 
(৫) ব্রোঞ্জ কন্ডাক্টর : স্থানে ক্ষতিকারক গ্যাস (অ্যামোনিয়া যে স্থানে বাতাসের ক্ষতিকারক গ্যাস (অ্যামোনিয়া ইত্যাদি)
বেশি থাকে সেখানে কী ভ্রাভ বা সিলিকন ব্রোঞ্জের কন্ডাক্টর ব্যবহার করা হয়। এর টান সহন ক্ষমতা তামার চেয়ে বেশি।

 

এসিএসআর এবং এসি কন্ডাক্টর-

 

এসিএসআর (ACSR) কন্ডাক্টও : এটা অ্যালুমিনিয়ামের তৈরি ওভারহেড লাইনে ব্যবহৃত এক ধর।
কন্ডাক্টর। এই কন্ডাক্টরে অ্যালুমিনিয়াম তারের গুচ্ছের ভেতরে একটি স্টিলের তার বা একগুচ্ছ স্টিলের ।
ব্যবহার করা হয়। তাই এর নাম অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রি-ইনফোর্সড সংক্ষেপে এসিএসআর (ACS) উচ্চ চাপের
ট্রান্সমিশন লাইনে এই কন্ডাকটর ব্যবহৃত হয়। (খ) এএসি. (AAC) কন্ডাক্টও : এটা অ্যালুমিনিয়ামের তৈরি ওভারহেড
লাইনে ব্যবহৃত এক প্রকার কন্ডাক্টর এই কন্ডাক্টর শুধুমাত্র একগুচ্ছ অ্যালুমিনিয়াম তার ব্যবহার করা হয়। তাই এর নাম
অল অ্যালুমিনিয়াম কভার সংক্ষেপে এএসি (AAC)।

 

ইন্সুলেটর 
ইনসুলেটর চিনামাটি বা কাচের তৈরি এক ধরনের অপরিবাহী পদার্থ যা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ওভারহেড লাইনে
লাইন কন্ডাক্টরকে ধরে রাখে এবং পােল বা টাওয়ারের অন্যান্য ধাতব অংশ
নিরাপদে বিচ্ছিন্ন করে রাখে। ওভারহেড লাইনে অনেক ধরনের ইনসুলেটরের প্রচলন আছে।
(ক) শ্যাকল ইনসুলেটর (Shackle Insulator) 
(খ) পিন ইন্সুলেটর
(গ) সাসপেনশন ইন্সুলেটর
(ঘ) স্ট্রেইন ইন্সুলেটর
(ঙ) পোস্ট ইন্সুলেটর
(চ) গাই ইন্সুলেটর

 

ইনসুলেটরের প্রয়োজনীয়তা:
ওভারহেড লাইনে ইনসুলেটর ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম।
(ক) লাইনের ধােলা কন্ডাক্টরকে ভূমি হতে এমন উচ্চতায় রাখতে হয় যাতে তা লােকজন, গাছপালা ও যানবাহন হতে
নিরাপদ দূরত্বে থাকে।
(খ) লাইনের বিভিন্ন কন্ডাক্টরকে পরস্পর হতে এমন দূরত্বে রাখতে হয় যাতে শর্ট সার্কিট না হয়।
(গ) লাইনের কন্ডাক্টরকে গােল ও ক্রস-আর্ম হতে নিরাপদ দূরত্বে রাখতে হয় যাতে কন্ডাক্টর আর্থের সংস্পর্শে না আসে। 

 

ওভারহেড লাইনের কন্ডাক্টর ভূমি হতে নিরাপদ রাখতে, কন্ডাক্টর গুলা কেহতে নিরাপদ উচ্চতায় রাখতে, কন্ডাক্টর গুলো
পরস্পর হতে নিরাপদ দূরত্বে। রাখতে এবং এদেরকে পােল ও টাওয়ারের অন্যান্য ধাতব অংশ থেকে বিচ্ছিন্ন রাখার আশা
করা প্রয়োজন। অন্যান্য ধাতব অংশ করার জন্য ইনসুলেটর ব্যবহার-

 

ইনসুলেটর আটকানোর পদ্ধতি:
উমবেত পাথনের হনসুলেটরকে ক্রস-আর্মের সাথে অথবা সরাসরি পােলের সাথে আটকানাে হয়। বিভিন্ন ইনসুলেটর
আটকানোর পদ্ধতি বিভিন্ন রকম। বিভিন্ন ধরনের ইনসুলেটর আটকানোর পদ্ধতি আলােচনা করা হল

 

(ক) শ্যাকল ইনসুলেটর : শ্যাকল ইনসুলেটর সরাসরি কাঠের পেলে আটকানোর ক্ষেত্রে প্রথমে পেপালের
নির্দিষ্ট স্থানে ছিদ্র করতে হবে। এই কাজটি পােল উঠানাের পূর্বেই করতে হয়। নাট-বােল্টের সাহায্যে আয়রন ক্ল্যাম্পকে
পপালের সাথে আটকাতে হয়। ইনসুলেটর ক্ল্যাম্পের মাঝে স্থাপন করে নাট ও বােল্টের সাহায্যে আটকাতে হয়। স্টিল পােল,
কংক্রিট পােল অথবা রেল পপালের ক্ষেত্রে ডি-আয়রন ক্ল্যাম্প সরাসরি ইস্পাতের ক্রস-আর্মের সাথে ওয়েল্ডিং করা থাকে
এবং ক্রস-আর্মকে ক্ল্যাম্প দ্বারা পােলের সাথে আটকানাে হয়। স্ট্র্যাপ ব্যবহার করা হলে ইনসুলেটর নাট-বােল্টের সাহায্যে
স্ট্র্যাপের সাথে আটকানাে হয় এবং স্ট্রাপের অপর প্রান্ত নাট-বােল্ট দিয়ে ক্রস-আর্মের সাথে আটকাতে হয়। নিম্নচাপ লাইনে
এই ইনসুলেটর ব্যবহার করা হয়। 
(খ) স্ট্রেইন ইনসুলেটর : ক্ষেত্রে ইনসুলেটরের একটি স্প্রিং : এক্ষেত্রেও একাধিক ইনসুলেটরের একটি স্ট্রিং তৈরি করা হয়
এবং স্ট্রিং-এর মাথায়। একটি বল আই লাগানো হয়। এই সাহায্যে উপরে উঠানাে হয়। এম এহ স্ট্রিং কপিকলের সাহায্যে উপরে
উঠানাে হয়। ক্রস-আর্মের সাথে পাকানো। স্ট্রাপন লাগিয়ে তার সাথে ইনসুলেটর স্ট্রিং আটকানো হয়। উচ্চচাপ লাইনের
প্রান্তিক, সেকশন এবং কৌণিক টাওয়ারে এই ইনস্যুলেটর ব্যবহৃত হয়।
(গ) পোস্ট ইন্সুলেটর: পােস্ট ইনসুলেটর সাব-স্টেশনে উচ্চ চাপের বাসবারকে সাপাের্ট দেয়ার জন্য ব্যবহার। করা হয়।
কংক্রিট ভিতের উপর প্রয়োজনীয় সংখ্যক ইনসুলেটর স্থাপন করে এই সাপাের্ট তৈরি করা হয়। ইনসুলেটরের এই ধরনের
সাজানােকে ইনসুলেটর স্ট্যাক বলে। ইনসুলেটরের মাথায় ধাতব ক্যাপের মধ্যে ছিদ্র থাকে যার সঙ্গে বাসবার সংযুক্ত করা হয়।
(ঘ) গাই ইনসুলেটর : এই ইনসুলেটর পােলের টানার সাথে ব্যবহার করা হয়। সাধারণত মাটি থেকে ১০ ফুট উচুতে টানার
তারকে দুই অংশে বিভক্ত করে দুই অংশকে ইনসুলেটরের দুই ছিদ্রে প্রবেশ করাতে হয় গিট দিয়ে দেওয়া হয়।

You may also like...

Leave a Reply