রক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা

রক্ষণ যন্ত্র
রক্ষণ যন্ত্রের সংজ্ঞা (Definition of protective devices): বৈলিক সার্কিটের বিভিন্ন অংশ [যেমন- ওয়্যারিং সার্কিটে
সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও অন্যান্য ফিটিংস পূর্বনির্ধারিত কারেন্টের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে ক্ষতিগ্রস্ত এমনকি
পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা এবং বিদ্যুৎ ব্যবহারকারীকে বেদ্যুতিক আঘাত (Shock) হতে এমনকি জীবন রক্ষা করার জন্য
যে যন্ত্র ব্যবহার করা অত্যাবশ্যক, উহাই রক্ষণ যন্ত্র বা Protective Device হিসেবে পরিচিত।
নিলিখিত প্রাথমিক কারণেই রক্ষণ যন্ত্র ব্যবহৃত হয়?
(ক) শর্ট সার্কিট, ওভারলােড কিংবা আর্থ-কল্টের কারণে প্রবাহিত অতিরিক্ত কারেন্ট হতে সার্কিট এবং তৎসংলগ্ন যন্ত্রপাতিকে
রক্ষা করা;
(খ) আর্থ-ফল্ট বা আর্থ-লিকেজ (Earth-leakage) কারেন্ট হতে সার্কিটকে রক্ষা করা;
(গ) প্রয়োজনের সময় বিদ্যুৎ ব্যবহারকারী বিদ্যুৎ সরবরাহ হতে সার্কিটকে বিচ্ছিন্ন করার সুযােগ দেয়া।
অতিরিক্ত বা ওভার কারেন্ট কী?
১) শর্ট সার্কিটের জন্যে কোন কারণে যদি ফেজ-তার, নিউট্রাল বা আর্থ-তারের সাথে লেগে যায়, তবে সার্কিটে নির্ধারিত
কারেন্টের বহুগুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়।
২। ওভারলোডের জন্যে কোন সার্কিটে যদি বেহিসেবি লোড সংযোগ করা হয়, তবে স্বাভাবিক লােডড সার্কিট যে পরিমাণ।
শব্লেন্ট বহন করতে পারে, তার চেয়ে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হবে।
রক্ষণ যন্ত্রের শ্রেণিবিভাগ (Different types of protective devices):
দুধরনের রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, যথা:
১। ফিউজ ২। সার্কিট ব্রেকার।
ফিউজ প্রধানত তিন প্রকার, যথা :
(ক) রিনিউয়েবল (Renewable) । রি ওয়্যারেবল (Rewirable) ফিউজ
(খ) কারট্রিজ (Cartridge) ফিউজ
(গ) এইচ.আর.সি. (High Rupturing Capacity) ফিউজ। 
হাউস ওয়্যারিং-এ ব্যবহৃত বিভিন্ন ধরনের ফিউজ (Different types of fuses used in house
wiring) ৪। হাউস ওয়্যারিং-এ সাকিট ও লােডকে রক্ষা করার জন্যে ফিউজ বা কাট আউট ব্যবহৃত হয়। সাধারণত তিন
ধরনের ফিউজ
ব্যবহৃত হয়, যথা:
১। গ্রিপ ফিউজ
২। সে মি-এনক্লোজড রি ওয়্যারেবল ফিউজ };
৩। টোটাল এনক্লোজড রি ওয়্যারেবল ফিউজ।।
এগুলাের মধ্যে টোটালি ইনক্লোজড বা একেবারে ঢাকা রিওয়্যারেবল ফিউজ বেশি ব্যবহৃত হয়। এগুলাে ব্যবহারের দিক
দিয়ে। প্রথম দুটির চেয়ে নিরাপদ। ফিউজ গুলো সাধারণত চীনামাটি তৈরি হয়। তবে আজকাল ছােট ছােট ফিউজের ক্ষেত্রে
চীনামাটির ব্যবহার কমে যাচ্ছে আর সে সঙ্গে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। রিনিউয়্যাবল বা রিওয়্যারেবল ফিউজের গঠন ও
ব্যবহার (The construction and uses of ।
renewable fuse :
(ক) রিওয়্যাসেলফিউজ (Rewirable fuse):  এটা একটি সাধারণ ধরনের ফিউজ। দু’টি অংশ দিয়ে এটা গঠিত। একদিন বেস
(Base) বা ফিউজ সকেট এবং অন্যটিকে ব্রিজ (Bridge) বা ফিউজ ওয়্যার হােল্ডার বলে। দু’টি অংশই চীনামাটির তৈরি।
ফিউজ বেস এবং (১)-এ বেস দেখানাে হয়েছে এবং (১)-এ বেসে শ্রিংযুক্ত দুটি টারমিনাল এবং দূটি টারমিনাল স্থ
থাকে, যার সাহায্যে সরবরাহ লাইনের সাথে সার্কিটের সংযোগ করা হয়।
চিত্র। (খ) নং-এ ফিউজ হােল্ডার বা ব্রিজ হয়েছে, (২) নং-এ দিও।
তোর বা ব্রেজ সেখানাে হয়ে, (২) নং-এ ফিউ এজ বা ফিউজ ওয়ার হোল্ডারে সুটি এবং(ত) -এ ফিউজ তার দেখানাে হয়েছে
এক টারমিনাল হতে অন্য টারমিনাল সার্কিট ৰেল রে,
গছে, যা দুটি কন্ট্যাক্টর দিয়ে আটকানো হয়। এই ফিউজ তার দিয়ে হয়ে কারেন্ট প্রবেশ করে। অধিক কারেন্ট প্রবাহিত
হওয়ার কারণে দিন তারা। এরপথে ফিউজ হোল্ডার খুলে আবার না করে ফিট তার লাগিয়ে হোল্ডারটি পুনরায় যথাস্থানে
বসালে পূলের মার ৬ মাকে। এ কারণেই এই ফিউটির নামকরণ করা হয়ে বিনিউয়াল ৰা বিয়ারেবল ফিউল। এখানে উড়ে,
ফল তার। পুড়ে যাওয়ার পর সার্কিটের ক্রটি সারিয়ে তারপর নতুন ফিউজ লাগাতে হয়। ফিউজ তার পুড়ে যাওয়ার সময়
যে অগ্নিস্ফুলিংগ বের হয়, এর প্রতিক্রিয়া হতে রক্ষার জন্যে বেসের তলদেশে একটি অ্যাসবেস্টস (Asbestos) প্যাড বানানো
হয়। ফিউজ হিসেবে যে তার ব্যবহার করা হয়, তাসীসা বা টিন বা ঈসা-টিন মিশ্রিত সংকর ধাতু বা টিন-তামা মিশ্রিত সংকর
ধাতু তৈরি হয়। নির্দিষ্ট অ্যামপিয়ারের চেয়ে সামান্য বেশি কারেন্ট সার্কিটে প্রবেশ করলেই তাতে তারটি উত্তপ্ত হয়ে গলে যায়
এবং সার্কিটটি খােল (Open) হয়ে গিয়ে কারেন্ট প্রবাহের রোধ করে।
ব্যবহার (Uses): এ ফিউজ দামে সস্তা এবং সহজে বদলানাে যায় বলে সাধারণত বাসগৃহে ব্যবহার করা হয়।
হাউস ওয়্যারিং-এ ব্যবহৃত বিন্নি ধরনের সার্কিট ব্রেকার (Different types of circuit breaker
used in house wiring) :
হাউস ওয়্যারিং-এ বিভিন্ন ধরনের সাকিট ব্রেকার ব্যবহৃত হয়। এগুলাের শ্রেণিবিন্যাস নিম্নে দেওয়া হল।
পোলের উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার তিন ধরণের হয়, যথা: 
১। সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার
২। ডাবল পোল সার্কিট ব্রেকার
৩। ট্রিপল পোল সার্কিট ব্রেকার।
গঠন ও ব্যবহারের দিক দিয়ে দু’ধরনের সার্কিট ব্রেকার ব্যবহৃত হয়, যথা ঃ
১। M.C.B বা মিনিয়েচার সার্কিট ব্রেকার
২। M.C.C.B বা মােন্ডেড কেস সার্কিট ব্রেকার।

You may also like...

Leave a Reply