হাউজ ওয়্যারিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর।

 

হাউজ ওয়্যারিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
 
ওয়্যার এর সাইজ কিসের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়?
উত্তরঃ কারেন্ট বহন ক্ষমতার উপর ভিত্তি করে নির্বাচন করা হয়
২। সিবি এর সাইজ কিসের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়?
উত্তরঃ লোডের কারেন্ট অনুযায়ী
৩। সুইচ বোর্ডেও উচ্চতা হওয়া উচিত?
উত্তরঃ ফুট।
৪। আবাসিক স্থাপনার আর্থ রেজিস্ট্যান্স এর মান কত?
উত্তরঃ ওহম
৫। হিটিং এলিমেন্ট হিসাবে কি কি উপাদান ব্যাবহার করা হয়?
উত্তরঃ . নাইক্রোম, . নাইক্রোমডি, . কালিডো এবং . পূর্বে ইউরেকা ব্যাবহৃত হত
৬। আবাসিক স্থাপনায় কনসীল্ড ওয়্যারিং কেন করা হয়?
উত্তরঃ পরিবাহী তারকে বাহ্যিক আঘাত থেকে রক্ষার জন্য এবং দুর্ঘটনা কমানোর জন্য ধরনের ওয়্যারিং করা হয়
৭। আবাসিক স্থাপনায় ওয়্যারিং এর জন্য পিভিসি ক্যাবল কেন বেশি ব্যাবহার করা হয়?
উত্তরঃ . দামে সস্তা, . পানি এবং রাসায়নিক পদার্থ প্রতিরোধক, . নমনীয়,
. আদ্রতা প্রতিরোধক
৮। আর্থ ইলেকট্রোড কাকে বলে?
উত্তরঃ পৃথিবীর মাটির সাথে কার্যকরী বৈদ্যুতিক স্থাপনের নিমিত্তে যে প্লেট, পাইপ বা
ডকে মাটির নিচে পোঁতা হয় তাকে আর্থ ইলেকট্রোড বলে
৯। আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর কাকে বলে?
উত্তরঃ আর্থ লীড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বডির সাথে সংযোগ করার জন্য যে তার ব্যাবহার করা হয় তাকে কন্টিনিউটি কন্ডাক্টর বলে
১০। সি সি এর সর্বনি¤œ সাইজ কত?
উত্তরঃ . বর্গ মিমি
১১। ইন্সুলেটিং ম্যাটেরিয়াল গুলো কি কি?
উত্তরঃ এসবেষ্টস, মাইকা, ব্যাকেলাইট পিভিসি, সিরামিক, সিটিএস
১২। একাধিক আর্থিং প্যারালালে সংযোগ করলে কি হয়?
উত্তরঃ আর্থিং রেজিস্ট্যান্সের মান কমে
১৩। আর্থিং লীড কি? এবং এর মান কত?
উত্তরঃ আর্থ ইলেকট্রোড এবং আর্থ কন্টিনিউটি তারকে যে তারের সাহায্যে সংযোগ
করা হয় তাকে আর্থিং লীড বলে। এর মানঃ , , , , ১০, ১২, ১৪ নং গেজ
১৪। সিলিং রোজ কেন ব্যাবহার করা হয়?
উত্তরঃ ঝুলন্ত লাইট, ফ্যান, টিউব লাইট, পেনডেন্ট হোল্ডার ইত্যাদিতে বৈদ্যুতিক
সংযোগ দেয়ার জন্য সিলিং রোজ ব্যাবহার করা হয়
১৫। মাল্টি কন্ডাক্টও ক্যাবলের সুবিধা কি?
উত্তরঃ একই সাইজের সলিড তারের থেকে গুচ্ছতার ১৮% বেশি কারেন্ট বহন কওে এবং সহজে ভেঙ্গে যায় না
১৬। ভোল্টেজ গ্রেডিং কাকে বলে? কেন করা হয়?
উত্তরঃ ক্যাবলের ইন্সুলেশন যত ভোল্টেজ পর্যন্ত তড়িৎ চাপ বা ভোল্টেজ নিরাপদে বহন করতে সক্ষম সেই ভোল্টেজকে ক্যাবলের ভোল্টেজ গ্রেড বলে
১৭। তার ক্যাবলের পার্থক্য কি?
উত্তরঃ
তার
ক্যাবল
ইন্সুলেশন বিহীন কন্ডাক্টরকে তার বলে।
ইন্সুলেশন যুক্ত কন্ডাক্টরকে ক্যাবল বলে
ক্যাবল তুলনামূলক বেশি কারেন্ট বহন করে
ক্যাবল তুলনামূলক বেশি কারেন্ট বহন করে
তার মোটর এবং ট্রান্সফরমার ওয়্যাইন্ডিং ব্যাবহৃত হয়।
ক্যাবল ওয়্যারিং এর জন্য বেশি ব্যাবহৃত হয়
১৮। ডিবি কি? কেন ব্যাবহার করা হয়?
উত্তরঃ বাসাবাড়ি ওয়্যার্কশপে ব্যাবহৃত বৈদ্যুতিক লোডে বিদ্যুত সরবরাহের জন্য
বাহির থেকে বা বিদ্যুত বিতরণ সংস্থা থেকে যে বোর্ডে বিদ্যুত সংযোগ দেওয়া হয় সেটাই ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিবি তে সার্কিট ব্রেকার, এমসি বি এবং ফিউজ বসানো থাকে। ফাইনাল সাব সার্কিটে সুষম ভাবে লোড ভাগ কওে দেওয়ার জন্য ডিবি ব্যাবহার করা হয়
১৯। ফিউজ কখন অপারেট হয়?
উত্তরঃ যখন ফিউজ তারের মধ্য দিয়ে নির্ধারিত কারেন্টের বেশি কারেন্ট প্রবাহিত হয়
তখন ফিউজ তার গলে যায়
২০। টু ওয়ে সুইচ কোথায় ব্যাবহার করা হয়?
উত্তরঃ যখন একটি লোডকে দু স্থান থেকে নিয়ন্ত্রন করার প্রয়োজন সেখানে টু ওয়ে সুইচ ব্যাবহার করা হয়। যেমনঃ সিড়ি কোঠায় এবং কমন বাথরুমে ইত্যাদি
২১। ফিউজ তারের উপাদান গুলো কি কি?
উত্তরঃ টিন, লিড, জিংক, কপার, সিলভার, এন্টিমনি, এ্যালুমিনিয়াম
২২। সার্কিটের লোড কিসের ভিত্তিতে নির্বাচন করা হয়?
উত্তরঃ ওয়াটের উপর ভিত্তি করে
২৩। সারফেস কন্ডুইট ওয়্যারিং কোথায় ব্যাবহার করা হয়?
উত্তরঃ শিল্প কলকারখানায় এবং ওয়ার্কশপে ব্যাবহার করা হয়
২৪। ওয়্যারিং জন্য কয় ধরনের ক্যাবল ব্যাবহার করা হয়?
উত্তরঃ ওয়্যারিং জন্য ধরনের ক্যাবল ব্যাবহার করা হয়
২৫। আর্থিং কয়লা কেন ব্যাবহার করা হয়?
উত্তরঃ আর্থ রেজিস্ট্যান্সের মান কমানোর জন্য
২৬। পরিবাহী পদার্থের গুনাবলি কি?
উত্তরঃ . উচ্চ বৈদ্যুতিক পরিবাহিতা, . উচ্চ বৈদ্যুতিক ক্ষয় রোধক, . উচ্চ তাপীয় পরিবাহিতা, . উচ্চ মরিচা রোধক, . উচ্চ গলনাঙ্ক
২৭। ফ্লেক্সিবল ক্যাবলের সুবিধা কি?
উত্তরঃ . সহজে নড়াচড়া করানো যায়, . কন্ডাক্টও সহজে ভেঙ্গে যায় না, . বাহ্যিক ইন্সুলেশন খুব দৃঢ়, . নরম হতে হয় যাতে সহজে নড়াচড়া করতে পারে এবং . বাহ্যিক আঘাত থেকে রক্ষা পায়
২৮। মেগার কত আর পি এম ঘোরানো হয়?
উত্তরঃ ১২০ আর পি এম
২৯। ফেক্সিবল কর্ড কোথায় ব্যাবহৃত হয়?
উত্তরঃ . ঝুলন্ত বাতি, . ব্রাকেট, . ঝাড় বাতি, . স্থানান্তর যোগ্য পাখা এবং . বাতি সংযোগ করার জন্য ব্যাবহৃত হয়
৩০। ফ্লেক্সিবল ক্যাবল কোথায় ব্যাবহৃত হয়?
উত্তরঃ . ওয়েল্ডিং করার কাজে, . সিনেমা প্রজেক্টরে মেশিনে, . হীটার এবং বৈদ্যুতিক ইস্ত্রিতে, . অভ্যন্তরীন ওয়্যারিং সিলিং রোজ থেকে হোল্ডাওে এবং . সিলিং ফ্যানের সংযোগে ব্যাবহার হয়
৩১। চোক কয়েলের কাজ কি?
উত্তরঃ সার্জ ভোল্টেজ তৈরি করা এবং লাইট জ্বলার পর কারেন্টকে নিয়ন্ত্রন করা
৩২। আর্থ তারের সাইজ কত?
উত্তরঃ , , , , ১০, ১৪ গেজ
৩৩। আর্মারড ক্যাবল কি? কোথায় ব্যাবহার করা হয়?
উত্তরঃ যে ক্যাবলের কোর গুলোকে যে কোন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করার জন্য ক্যাবলের কোরের ভিতরের স্তরের ইন্সুলেশন বা বেডিং এর চারদিকে ইস্পাত পাত বা টেপ দিয়ে আচ্ছাদিত করা থাকে তাকে আর্মারড ক্যাবল বলে। আর্মারড ক্যাবল আন্ডার গ্রাউন্ড ওয়্যারিং ব্যাবহার করা হয়
৩৪। থ্রি পিন সকেটের উচ্চতা কত?
উত্তরঃ ফ্লোর থেকে ২৫৪ মিঃমিঃ
৩৫। সিলিং ফ্যানের উচ্চতা কত?
উত্তরঃ ফ্লোর থেকে . মিটার
৩৬। আর্থিং কেন করা হয়?
উত্তরঃ অনাকাঙ্খিত বিদ্যুতের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক ধাতু নির্মিত বহিরাবরন থেকে কারেন্টকে তারের সাহায্যে নিরাপদে পৃথিবীর মাটিতে প্রেরন করার জন্য আর্থিং করা হয়
৩৭। কন্ডাক্টরের উপর কেন ইন্সুলেটর ব্যাবহার করা হয়?
উত্তরঃ ভালো ইন্সুলেশনের জন্য, পানি নিরোধের জন্য, নমনীয় হওয়ার জন্য, যান্ত্রিক আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং পরিমিত তাপমাত্রা বহন করার জন্য
৩৮। একটি সার্কিটে কয়টি সাব সার্কিট ব্যাবহার করা হয়?
উত্তরঃ একটি সার্কিটে ১০ টি সাব সার্কিট ব্যাবহার করা হয়

You may also like...

Leave a Reply