ভ্যাকুয়াম ক্লিনারের কার্যপ্রণালী

ভ্যাকুয়াম ক্লিনার
ভ্যাকুয়াম ক্লিনার একটি হাউসহােন্ড অ্যাপ্লায়েন্স, যা একটি এয়ার পাম্পের সাহায্যে আংশিক শূন্যতা সৃষ্টি করে ময়লা, ধুলাবালি ইত্যাদি
অপদ্রব্যগুলাে শােষণপূর্বক ডাস্ট ব্যাগে সংগ্রহ করে। মূলত ধুলােবালিপূর্ণ স্থানের ময়লা পরিষ্কার করাই হচ্ছে ভ্য কিনারের কাজ। ব্যস্ত শহরের
আবাসিক, বাণিজ্যিক ভবন এবং শিল্প এলাকায় ঘরের মেঝে এবং ক্ষেত্রবিশেষে দেয়ালকে ক্লিন করতে এই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহৃত হয়ে থাকে।
আমেরিকার খ্যাতিমান বিজ্ঞানী ড্যানিয়েল হেস সর্বপ্রথম ১৮৬০ সালে ভ্যাকুয়াম ক্লিনার আবিষ্কার করেন।
ভ্যাকুয়াম ক্লিনারের প্রকারভেদ: ভ্যাকুয়াম ক্লিনার প্রধানত দুই প্রকার, যথা
(ক) আপরাইট টাইপ ভ্যাকুয়াম ক্লিনার 
(খ) সিলিন্ড্রিক্যাল পটো টাইপ ভ্যাকুয়াম ক্লিনার 
আবার, ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী নিম্নলিখিতভাবে ভাগ করা যায়-
(i) সাইক্লোনিক ভ্যাকুয়াম ক্লিনার 
3] (i) হাইব্রিড ভ্যাকুয়াম ক্লিনার 
(i) ব্যাকলেস ভ্যাকুয়াম ক্লিনার
(iv), রিডেবল ভ্যাকুয়াম ক্লিনার 
(v) ড্রাই অ্যান্ড ওয়েট ভ্যাকুয়াম ক্লিনার 
ভ্যাকুয়াম ক্লিনার একটি হাউসহােন্ড অ্যাপ্লায়েন্স, যা একটি এয়ার পাম্পের সাহায্যে আংশিক শূন্যতা সৃষ্টি করে ময়লা, ধুলাবালি ইত্যাদি অপদ্রব্যগুলাে শােষণপূর্বক ডাস্ট ব্যাগে সংগ্রহ করে। মূলত ধুলােবালিপূর্ণ স্থানের ময়লা পরিষ্কার করাই হচ্ছে ভ্যাকুয়াম কিনারের কাজ। ব্যস্ত শহরের আবাসিক, বাণিজ্যিক ভবন এবং শিল্প এলাকায় ঘরের মেঝে এবং ক্ষেত্রবিশেষে দেয়ালকে ময়
করতে এই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহৃত হয়ে থাকে। আমেরিকার খ্যাতিমান বিজ্ঞানী ড্যানিয়েল হেস সর্বপ্রথম ১৮৬০ সালে ভ্যাকুয়াম ক্লিনার আবিষ্কার করেন।
ভ্যাকুয়াম ক্লিনারের প্রকারভেদ (Types of vacuum cleaner) ৪ ভ্যাকুয়াম ক্লিনার প্রধানত দুই প্রকার, যথা
(ক) আপরাইট টাইপ ভ্যাকুয়াম ক্লিনার (Upright type vacuum cleaner)
(খ) সিলিন্ড্রিক্যাল পটো টাইপ ভ্যাকুয়াম ক্লিনার (Cylindrical pot type vacuum cleaner)।।
আবার, ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী নিম্নলিখিতভাবে ভাগ করা যায় ৪
(i) সাইক্লোনিক ভ্যাকুয়াম ক্লিনার (Cyclonic vacuum cleaner)
(vi) রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার 
ভাকুয়াম ক্লিনারে মূলত বায়ুচাপের পার্থক্য সৃষ্টি করে ভ্যাকুয়াম স্পেসের সাকশন কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।
কিনারে এসি সাপ্লাই প্রয়োগ করলে 1st + ve হাফ সাইকেলে মোটর কর্তৃক গৃহীত কারেন্টের অভিমুখ যা হয়, 2nd –ve
সাইকেলে ঠিক তার বিপরীতমুখী হয়। কিন্তু উভয়ক্ষেত্রে ইউনিভার্সাল মােটরের ধর্ম অনুযায়ী মােটর একই অভিমুখে ঘুরে ইলে ফ্যানের ব্লেড
পরিচালনা করে। এমতাবস্থায় ব্লেড গুলো সেন্ট্রিফিউগাল অ্যাকশনে ঘোরার কারণে মেশিনের অভ্যন্তরীণ বাতাসে কমে যাওয়ায় বায়ুমণ্ডলের
স্বাভাবিক চাপে (At normal Atmospheric pressure) বাতাস নজেরের মধ্য দিয়ে কার্পেটে প্রবেশ ধূলাবালি (Dust particle) ডাস্ট-ব্যাগ
দিয়ে পুশ করে। কাজ শেষে সঞ্চিত ডাস্ট পার্টিকলগুলি ঐ ব্যাগ থেকে অপসারণ হয়। এ ব্যবস্থায় পরীক্ষা করে দেখা গেছে যে, এ জাতীয় ভ্যাকুয়াম
ক্লিনার অপরিচ্ছন্ন প্লের স্পেসকে পরিস্কার বিদ্যমান ৯৫%-১০০% কীটপতঙ্গ মারতে সক্ষম। ভ্যাকুয়াম ক্লিনার পাওয়ার কন্ট্রোল সুইচের মাধ্যমে
ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে। এতে একটি মােটর অপারেটেড ফ্যান থাকে, ঘুরলে বাতাস সাকশন করতে থাকে। এ বাতাস নজলের মধ্য দিয়ে
ডাস্ট কনটেইনার ব্যাগে যায়। যেহেতু বিভিন্ন ধুলাবালি স্থান যেমন কার্পেট, পাপোশ ইত্যাদি থেকে বাতাস টানা হয়, সেজন্য ময়লা, ধুলাবালিপূর্ণ
বাতাস নজেল দিয়ে ব্যাগে পৌছে। এ ব্যবহৃত মােটরটি ইউনিভার্সাল টাইপের হয় এবং সরাসরি সাকশন ফ্যান অ্যাসেমব্লিতে সংযুক্ত থাকে। মােটরে
বেস্ট এবং পুি সহায়তায় ঘূর্ণায়মান রোটারি টাইপ ব্রাশের সাথে সংযুক্ত হয়। এ ব্যবস্থায় মােটর ঘুরলে কার্পেট বা অনুরূপ কোন স্থান থেকে মা সকশন
করে টেনে ফ্যান চেম্বারে আনে এবং নজেল দিয়ে আউটলেটে ফিল্টার ব্যাগ থাকে সেখানে জমা হয় আর বাতাস ব্যাক মিহি জালের ভিতর দিয়ে
বাইরে বের হয়ে যায়। 
ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা : ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনার জন্য নিয়মতান্ত্রিক কিছু ধাপ হয়েছে।
আকুয়াম ক্লিনার পরিচালনার জন্য নিয়মতান্ত্রিক কিছু ধাপ হয়েছে। এ ধাপগুলাে নিম্নে প্রদত্ত হল।
(ক) প্রথমে প্লাগটিকে ধরে পাওয়ার কর্ডকে টেনে এনে দেওয়ালের সকেটে প্রবেশ করাতে হবে।
(খ) এরপর অন-অফ সুইচ পেডাল পুশ করে চালনা করা হবে। প্রয়ােজনে সুইচ পুনরায় ভাল পুশ করে চালনা করা হবে। প্রয়ােজনে সুইচ পুনরায়
পুশ করে ক্লিনারকে বন্ধ করা যাবে।
(গ) ভ্যাকুয়াম ক্লিনারে মােটরের ঘূর্ণন স্পিড প্রয়ােজন কমবেশি করা যায়। এতে ‘High’ Medium’ এবং ‘LOW’ তিন। স্পিড থাকে। ময়লার
অবস্থান ও প্রকৃতি বুঝে স্পিড কম বেশি করতে হবে। 
(ঘ) ভ্যাকুয়াম ক্লিনার দ্বারা ময়লা পরিষ্কার করার সময় ‘ভ্যাক গেজে’ লাল আলাে জ্বলে উঠলে বুঝতে হবে ‘ডাস্ট ব্যাগ পরিপূর্ণ হয়েছে এবং তা বের
করে পরিষ্কার করতে হবে।
(ঙ) ডাস্ট ব্যাগ বের করতে গেলে ভ্যাকুয়াম ক্লিনারের ডাস্ট কভার খুলতে হবে। ডাস্ট ব্যাগ বের করার জন্য সংযুক্ত হুককে ব্যাগ বের করে আনতে
হবে। ডাস্ট ব্যাগের ময়লা পরিষ্কার করে আবার সেটি যথাযথভাবে লাগাতে হবে।
(চ) ব্লোয়ার হােল দ্বারা প্রয়ােজনে ধূলিপূর্ণ জায়গায় সজোরে বাতাস প্রবাহ করিয়ে পরিষ্কার করা যায়। এজন্য ব্লোয়ার কানেকশন ওয়ার্ল্ড মারফত হুজ
পাইপ লাগাতে হবে।
(ছ) কাজ শেষ হয়ে কর্ড রিওয়ন্ডি পেডাল পুশ করে সাপ্লাই কউকে যথাস্থানে আনতে হবে।

You may also like...

Leave a Reply