প্রয়োজনীয় হ্যান্ড টুলস এর নাম ও তালিকা পর্ব- ১

essential hand tools
Essential hand tools

 

হলেকট্রক্যাল হ্যান্ড টুলসঃ ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত ও হাতে চালিত যন্ত্রপাতিকে ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস বলে। এসব টুলসের পাশাপাশি উন্নত ও অধিকতর উৎকর্ষতাপূর্ণ হ্যান্ড টুলসকে বিশেষ হ্যান্ড টুলস বলে।
বৈদ্যুতিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলসের তালিকা এবং তাদের ব্যবহারঃ
১। ইলেকট্রিশিয়ান চাকু (Electrician knife)ঃ এ চাকুর দুটি ব্লেড থাকে। ব্লেডগুলাের একটি ধারাল ও অপরটি ভাতা। ধারাল ব্লেড দিয়ে তারের ইনসুলেশন কাটা ও ভোতা ব্লেড দিয়ে তার পরিষ্কার করা হয়।
২। কম্বিনেশন প্লায়ার্স (Combination pliers) ঃ এটা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস। এই প্লয়ার্সএর ।
সাহায্যে তার কাটা ও প্যাচানাে হয় এবং তার ও অল্প ডায়ামিটারে পাইপ (Pipe) ধরা হয়।
৩। ফ্ল্যাট নােজ প্লায়ার্স (Flat nose pliers) ঃ এই প্লায়ার্স এর সাহায্যে তারকে এবং ধাতুর সিটকে বিভিন্ন আকৃতি দেয়া হয়। অপ্রশস্ত জায়গায় কোনকিছু ধরতে বিশেষ উপযােগী।
৪। ডায়াগােনাল কাটিং প্লয়ার্স (Diagonal Cutting Pliers) ঃ এই প্লায়ার্স দ্বারা তার কাটা হয়। জয়েন্টের তার প্যাচানাের পর
প্রান্ত কাটা এবং যন্ত্রাংশের টার্মিনাল সােল্ডারিং শেষে বাড়তি প্রান্ত কাটার জন্য ব্যবহার করা হয়।
৫। রাউন্ড নােজ প্লয়ার্স (Round nose pliers)ঃ এই প্লায়ারএর সাহায্যে তারের রিং করা হয় এবং ইলেকট্রিক্যাল ছােটখাট।
কাজে এটা ব্যবহার করা হয়।
৬। অ্যাডজাস্টেবল রেঞ্চ (Adjustable Wrench) ঃ এই রেঞ্চ বিভিন্ন সাইজের নাট, পাইপ, বােল্ট ইত্যাদি খােলা ও।
আটকানাের কাজে ব্যবহার করা হয়।
৭। পাইপ রেঞ্চ (Pipe Wrench) ঃ এই রেঞ্চ কভুইট আটকানাে, জি. আই. পাইপ ধরা ও আটকানাে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
৮। মাঙ্কি রেঞ্চ (Monkey Wrench)ঃ এই রেঞ্চ স্কয়ার, রাউন্ড ও রেকট্যাংগুলার আকৃতির নাটবোল্ট ধরা, খোলা ও লাগানাের জন্য ব্যবহার করা হয়।
৯। পােকার (Pocker) ঃ কাঠের কেসিং বা বাক্সে স্কু ঢােকানাের জন্য প্রথমে ছােট একটি ছিদ্র এই হাতিয়ার দিয়ে করা হয়। তারপর স্কু ঐ ছিদ্রে ঢােকানাে সহজ হয়।
১০। ফ্ল্যাট ক্রু ড্রাইভার (Flat Screw Driver) ঃ ক্রু খােলা বা লাগানাের কাজে ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়। বিভিন্ন সাইজের ক্রু ড্রাইভার বাজারে পাওয়া যায়। ইলেকট্রিক্যাল কাজে ভ্রু ড্রাইভার খুবই প্রয়ােজনীয় হাতিয়ার।
১১। কানেকটিং কু ড্রাইভার (Connecting Screw Driver) ঃ বৈদ্যুতিক সুইচ, সকেট, হােল্ডার, রেগুলেটর ও সিলিং রােজ ।
ইত্যাদির ছােট স্কু খুলতে ও লাগাতে এটা ব্যবহার করা হয়।
১২। ফিলিপস কু ড্রাইভার (Philips Screw Driver)ঃ এটা স্টার আকৃতি বিশিষ্ট ক্রু খুলতে ও লাগাতে ব্যবহার করা হয়।
১৩। হ্যাকস (Hack Saw) ঃ কভুইট পাইপ, জি আই পাইপ ও লােহার জিনিসপত্র কাটার জন্য এটা ব্যবহার করা হয়। ওয়্যারিং কাজে ব্যাটেন এবং সুইচ বাের্ডের পাশ কাটার জন্যও ব্যবহার করা হয়।
১৪। বলপিন হ্যামার (Ballpeen Hammer)ঃ সাধারণত পাঁকা দেয়ালের ছিদ্রে উডপিন এবং পেরেক লাগানাের জন্য বলপিন হ্যামার ব্যবহার করা হয়।
১৫। ক্ল হ্যামার (Claw Hammer)ঃ এর ক্লতে পেরেকের মাথা আটকিয়ে টান দিলে সেটা পূর্বের জায়গা থেকে উঠে আসে। এটি ব্যাটেন, সুইচ বাের্ড ইত্যাদি স্থানে পেরেক বসাতেও ব্যবহার করা হয়।
১৬। কাঠের বাটালি (Wooden Chisel) ঃ কাঠের ব্লক বা ব্যাটেনের প্রয়োজনীয় অংশ কাটার জন্য এটা ব্যবহার করা হয়।
১৭। ম্যালেট (Mallet) ঃ তামার তার অথবা পাতকে সােজা করার জন্য এটা ব্যবহার করা হয়। মেশিনের কভার খােলা ও।
লাগানাের কাজেও ব্যবহার করা হয়।
১৮। হ্যান্ড ড্রিল মেশিন (Hand Drill Machine) ঃ ধাতব পাতে ছােট ছিদ্র, কাঠের ব্লক বা ব্যাটেনে ছিদ্র করার জন্য এটা ব্যবহার করা হয়।
১৯। নিয়ন টেস্টার (Neon tester) এ হাতিয়ারের সাহায্যে বৈদ্যুতিক বর্তনীতে সাপ্লাই আছে কিনা তা দেখা যায়। বিদ্যুতের কাজ করতে গেলে এটি সর্বপ্রথম দরকার।
২০। সােল্ডারিং আয়রন (Electric Soldering Iron) ঃ এটা জয়েন্ট বা অন্য কোন টার্মিনাল গরম করার জন্য ব্যবহার করা হয়।
২১। রাওয়াল টুল (Rowl tool) ও দেয়ালের মধ্যে রাওয়াল প্লাগ বসানাের জন্য দেয়াল ছিদ্র করতে রাওয়াল টুল ব্যবহার করা হয়।
২২। বিয়ারিং পুলার (Bearing Puller) ঃ মােটর, ফ্যান ও বিভিন্ন মেশিনের বিয়ারিং ও পুলি খােলার কাজেএটা ব্যবহার করা হয়।
২৩। পাওয়ার ড্রিল মেশিন (Power Drill Machine) ও মেটালিক শীট এবং কনক্রিট দেয়াল ছিদ্র করার জন্য এটা ব্যবহার করা হয়।
২৪। প্লাম্ব বব (Plumb Bub) ঃ দেয়ালের উপর লাইনকে খাড়াভাবে সােজা করে টানার জন্য এটা ব্যবহার করা হয়।
২৫। ফাইল (File) ঃ কভুইট বা কাঠের প্রান্তকে সমান ও মসৃণ করার জন্য এটা ব্যবহার করা হয়।
২৬। মেজারিং টেপ (Measuring tape) ঃ এর সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপা হয়।

 

You may also like...

Leave a Reply