ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে পুশ সুইচ ব্যবহার করা হয় কেন?

/home/adil/Downloads/Why is push switch used in industrial automation.png

প্রযুক্তিগত দিক থেকে ইন্ড্রাস্ট্রিগুলো এখন অনেক এগিয়ে। এখন ইন্ডাস্ট্রিতে লেগেছে অটোমেশনের ছোঁয়া। ইন্ড্রাস্ট্রির মূল চালিকাশক্তি হল বৈদ্যুতিক মোটর। ইন্ডাস্ট্রির সার্বিক কার্যাবলিতে মোটর কন্ট্রোলিং এর প্রয়োজন।

একদা এই মোটরকে ম্যানুয়ালি কন্ট্রোল করা হত। কিন্তু প্রযুক্তির বদৌলতে এখন মোটরকে অটোমেটিক কন্ট্রোল করা হয়। নির্দিষ্ট সময় পর চালু করে আবার নির্দিষ্ট সময় পর বন্ধ করা হয়।

সুইচ এমন একটি ডিভাইস যা সর্বদাই দুটো অপশনের যেকোন একটি অপশন বেছে নেয়। একসাথে সে দুটো অপশন বেছে নিতে পারেনা৷ হয় “YES” না হয় “NO”। যেকোন বৈদ্যুতিক/মেকানিকাল ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে অবশ্যই সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস প্রয়োজন। এক কথায় সুইচ হল আমাদের হুকুমের গোলাম।

সুইচের মধ্যেও তফাৎ থাকে। ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচের সাথে পরিচিতি এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

কোনটা ম্যানুয়ালি অপারেট করতে হয়, কোনটা অটোমেটিক একশান দেখায়। কোনটা নরমাল কন্ট্যান্ট সুইচ আবার কোনটা ইলেকট্রম্যাগনেটিক সুইচ। রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্টর এগুলো ইলেকট্রোম্যাগনেটিক সুইচ।

এবার আসা যাক মূল প্রসঙ্গে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে পুশ সুইচ ব্যবহার করা হয় কেন?

ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজে পুশ সুইচ ব্যবহারের কারণ
আমরা বাসা-বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করি এগুলো সাধারণত নরমাল কন্ট্যাক্টের সুইচ। এতে NO/NC কন্ট্যাক্ট নেই। আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মূল খেলাই হল NO/NC কন্ট্যাক্ট নিয়ে।
অন্যদিকে নরমাল সুইচের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা রিলের ইন্টারফেসিং বা কানেকশন সম্ভবপর নয়।
তাছাড়া নরমাল সুইচগুলো অল্প ভোল্টেজ এবং কারেন্টের জন্য রেটিং করা। তাই মোটর বা ভারী লোডের জন্য প্রচুর ভোল্টেজ বা কারেন্ট নেয়ার ক্যাপাসিটি এরকম সুইচের নেই।
বাংলা কথায় বললে, হাতির কাজ যেমন গাধাকে দিয়ে হয়না তেমনি পুশ সুইচের কাজ নরমাল কোন সুইচ দিয়ে সম্ভব নয়। একারণেই অটোমেশনের জন্য পুশ সুইচ সাহবের কোন জুড়ি নেই। এজন্যই দেখবেন যখনই অটোমেশনের কোর্স শিখতে যাবেন আগে আপনাকে পুশ সুইচের সাথে পরিচয় করিয়ে দিবে।

You may also like...