ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচের পরিচিতি

ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচের পরিচিতি

ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচের পরিচিতি

সুইচ হল এক প্রকার কন্ট্রোলিং ডিভাইস। বাইরে খুব গরম পড়ছে। তাই অফিস থেকে এসেই ফ্যানের সুইচ টা অন করে দিলেন। আবার হুট করেই বৃষ্টি পড়া শুরু হল। তাই আবার ফ্যানের সুইচ টা অফ করে দিলেন। তাহলে ব্যাপারটি কি দাড়াল? সুইচ হল আপনার হুকুমের গোলাম।

একটি মেশিনকে টার্ন অন বা টার্ন অফ করতে সুইচের ব্যবহার অপরিহার্য। সুইচ অন করা মাত্রই আপনার ডিভাইসটি পাওয়ার কনজিউম করা শুরু করে আর অফ করা মাত্রই পাওয়ার কনজিউম অফ করে দেয়। তবে সুইচ অফ করার পরেও আপনার ডিভাইসে কিছুক্ষণ ধরে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর থাকে। অনেকটা বিরিয়ানি খাওয়া অফ করার পরেও যেমন হাত ধোয়ার আগ পর্যন্ত বিরিয়ানির ঘ্রাণ হাতে লেগে থাকে। ব্যাপারটি অন্য একটি আর্টিকেলে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলাপ করেছিলাম।

বাসাবাড়িতে আমরা যে সমস্ত সুইচ ব্যবহার করি সেগুলো হল maintained switch। তার মানে হল সুইচটি দুইটি পজিশন মেন্টেইন করে থাকে হয় অন না হয় অফ। কিন্তু ইন্ড্রাস্ট্রিতে মেশিন অপারেশনের জন্য আরো ভিন্ন রকমের সুইচ ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল অপারেশনের জন্য তিন ধরনের সুইচ ব্যবহার করা হয়।

  • ম্যানুয়াল সুইচ
  • ইলেকট্রোমেকানিক্যাল সুইচ
  • ইলেকট্রনিক্স সুইচ
  • সেন্সরের দ্বারা নির্মিত সুইচ

ম্যানুয়াল সুইচ
যে সুইচ ফ্যাক্টরিতে মেশিনকে অপারেটর করার জন্য ম্যানুয়ালি ব্যবহার করা হয় তাকে ম্যানুয়ালি সুইচ বলে। যেমনঃ

  • পুশবাটন সুইচ
  • সিলেক্টর সুইচ
  • লিমিট সুইচ

পুশবাটন সুইচ কাকে বলে?
ফ্যাক্টরিতে মেশিনের যে সুইচ ম্যানুয়ালি/হাত দ্বারা পুশ করে সুইচিং করা হয় এবং ছেড়ে দিলে স্প্রিং এর মাধ্যমে আগের অবস্থায় ফিরে আসে তাকে পুশবাটন সুইচ বলে। যেমন অন-অফ পুশবাটন সুইচ

ফ্যাক্টরিতে মেশিনের পুশবাটন সুইচে কয়টি পিন থাকে কি কি ?
ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচে চারটি পিন থাকে- দুইটি পিন NC (Normally Close), দুইটি পিন NO (Normally Open)

NC (Normally Close) ও NO (Normally Open) কি?
আসলে এগুলা দিয়ে সুইচ বা অটোমেটিক actionable device গুলোর টার্মিনালের contact কে নির্দেশ করে। সহজভাবে বললে, আমরা বাসা বাড়িতে যে contact/maintained সুইচ ব্যবহার করি সেগুলোতে দুটো টার্মিনাল থাকে। আমরা যখন সুইচ অফ করে রাখি তখন টার্মিনাল দুটোর contact normally open condition এ থাকে। আবার যখন অন করা হবে তখন contact দুটো ক্লোজ হবে। এখানে শুধু ক্লোজ বলতে হবে। normally close নয়। আপনি এবার সুইচ আবার অফ করবেন। এই মুহূর্তে সে normally close condition এ থাকবে। কারণ ইতোমধ্যে সে ক্লোজ হয়েই বসে আছে। যখন অফ করা হবে তখন contact open হবে। এক্ষেত্রে শুধু open use করতে হবে। normally open নয়।

যাদের এখনো ঘটকা আছে তাদের জন্য একটা উদাহরণ দিই। ধরেন, আপনি রুমে ঢুকে কাউকে ঘুমন্ত অবস্থায় পেলেন। এই অবস্থায় সে normally ঘুমন্ত। তাকে চিল্লানি দিয়ে উঠিয়ে দিলেন। এবার আপনি রুম থেকে চলে গেলেন। অলস বেটা আবার ঘুমাবে বলে ঠিক করল। এ অবস্থায় সে normally জাগন্ত।

পুশবাটন সুইচ কি কি হিসেবে ব্যাবহার হয়?

  • ফ্যাক্টরিতে মেশিনে সাধারনত পুশবাটন সুইচ যেসব কাজে ব্যবহৃত হয়।
  • অন সুইচ হিসেবে ব্যবহার হয়
  • অফ সুইচ হিসেবে ব্যবহার হয়
  • ইমারজেন্সি সুইচ হিসাবে ব্যবহার হয়

ফ্যাক্টরিতে মেশিনে পুশবাটন সুইচকে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে কন্ট্রোল সার্কিটকে ল্যাচিং করা হয় কেন?
পুশবাটন সুইচ পুশ করে ছেড়ে দিলে যখন আগের অবস্থায় ফিরে আসে তখন কন্ট্রোল সার্কিটে আর পাওয়ার থাকে না। তাই পাওয়ারকে হোল্ড করে ধরে রাখার জন্য ল্যাচিং করা হয়।

ইন্ডাস্ট্রিতে মেশিনে পুশবাটন অন সুইচ কোন কালারের হয় ?
ইন্ডাস্ট্রিতে মেশিনে পুশবাটন অন সুইচের কালার সবুজ হয়।

পুশবাটন অন সুইচ

পুশবাটন অন সুইচ

 

ফ্যাক্টরিতে মেশিনে অফ পুশ বা ইমারজেন্সি সুইচের কালার কেমন হয় ?
ফ্যাক্টরিতে মেশিনে অফ সুইচ বা ইমারজেন্সি সুইচের কালার লাল হয়।

পুশবাটন অফ সুইচ

পুশবাটন অফ সুইচ

সব ধরনের সুইচ সার্কিটের সাথে কিভাবে কানেকশন করা থাকে ?
মেশিনে সব ধরনের সুইচ সিরিজে কানেকশন থাকে। কখনো প্যারালালে কানেকশন হয় না। ফ্যাক্টরিতে মেশিনে ভুলবশত সুইচকে প্যারালালে কানেকশন করলে এসি সার্কিট হলে ফেজ নিউট্রাল একত্রিত হয়ে যাবে, ডিসি সার্কিট হলে পজেটিভ নেগেটিভ একত্রিত হয়ে যাবে। ফলশ্রুতিতে শর্ট সার্কিট হবে।

সিলেক্টর সুইচ কাকে বলে ?
ফ্যক্টরিতে মেশিনে যে সুইচের গায়ে লিখা দেখে, ম্যানুয়ালি সুইচের বাটন ঘুরিয়ে অতঃপর সুইচের পজিশন সিলেকশন করে সুইচিং করা হয় তাকে সিলেক্টর সুইচ বলে। আমরা বাসাবাড়িতে ফ্রিজের তাপমাত্রা নির্ধারণ করতেও সিলেক্টর সুইচ ব্যবহার করে থাকি।

সিলেক্টর সুইচ

সিলেক্টর সুইচ

সিলেক্টর সুইচে কয়টি পিন থাকে ?
ফ্যাক্টরিতে সিলেক্টর সুইচে তিনটি পিন থাকে। একটি পিন কমন, NO একটি, NC একটি।

সিলেক্টর সুইচকে অন সুইচ হিসেবে ব্যাবহার করলে সার্কিটকে ল্যাচিং করার দরকার হয়না কেন ?
কারন সিলেক্টর সুইচ যে পজিশনে রাখা হয় ঠিক সেই পজিশনে থাকে। পুশবাটন সুইচের মতো অবস্থার পরিবর্তন হয় না। সিলেক্টর সুইচের সাথে সার্কিটকে অফ বা অন করার জন্য আলাদা কোন সুইচের দরকার হয় না।

লিমিট সুইচ
লিমিট সুইচ হল ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস যা একটি একচুয়েটরের সাথে সংযুক্ত থাকে। কোন যন্ত্রের গতি, দুরত্ব এই সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। লিফট, টাওয়ার ক্রেনে এ ধরনের সুইচ ব্যবহার করা হয়।

লিমিট সুইচ

লিমিট সুইচ

ইলেকট্রোমেকানিক্যাল সুইচ
ফ্যাক্টরিতে মেশিনে যে সুইচ ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক উপায়ে সুইচিং করা হয় তাকে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বলে। যেমনঃ

  • রিলের মাধ্যমে সুইচিং
  • ম্যাগনেটিক কন্ডাকটেরের অক্সিলিরি কন্টাক্টের মাধামে সুইচিং

তবে এই ধরনের সুইচে কিছু অসুবিধা রয়েছে। সেগুলো হল :

  • মুভিং পিন থাকায় আফ ডাউন করতে করতে পিন সহজে অকেজো হয়।
  • ইলেকট্রনিক্স সুইচের মতো দ্রুত সময়ে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ সুইচিং করতে পারেনা।
ম্যাগনেটিক কন্টাক্টর

ম্যাগনেটিক কন্টাক্টর

ইলেকট্রনিক্স সুইচিং সিস্টেম
ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে ইলেকট্রিক্যাল হাই সিগনাল / লো সিগন্যাল (1/0) এর মাধামে যে সুইচিং হয় তাকে ইলেকট্রনিক্স সুইচিং বলে। যেমনঃ

পিএলসি আউটপুট ট্রানজিস্টর টাইপ হলে ট্রানজিস্টর বায়াসিং এর মাধামে সুইচিং হয়। এই সুইচের সুবিধা হলঃ

  • ট্রানজিস্টর দ্বারা সুইচিং খুবই দ্রুত করা য়ায়।
  • ইলেকট্রনিক্স সুইচিং কোন ধরনের মুভিং পিন না থাকয় সহজে অকেজো হয় না।
ইলেকট্রনিক সুইচ

ইলেকট্রনিক সুইচ

সেন্সর দ্বারা কিভাবে সুইচিং করা হয়?
ফ্যাক্টরিতে মেশিনকে পরিচালনা করার জন্য যখন সেন্সর ব্যবহার করে সুইচিং করা হয় তখন তাকে সেন্সর বেইজড সুইচিং বলে। যেমনঃ ফটোইলেকট্রিক সেন্সর বেইজড সুইচ

ফ্যাক্টরিতে মেশিনে সেন্সর দ্বারা সুইচিংকে কয় ভাগে করা যায়?
সেন্সর দ্বারা সুইচিংকে দুই ভাগে ভাগ করা যায়।

  • এনালগ সেন্সর সুইচিং
  • ডিজিটাল সেন্সর সুইচিং

এনালগ সেন্সর সুইচিং কি?
যে সেন্সর সুইচিং নির্দিষ্ট গাণিতিক সংখ্যার উপর ভিত্তি করে সুইচিং সিস্টেম পরিচালনা করে তাকে এনালগ সেন্সর বেইজড সুইচ বলে।

ডিজিটাল সেন্সর সুইচিং কি?
যে সেন্সর সুইচিং কোন গাণিতিক সংখার উপর নয়, ডিজিটাল মানে অর্থাৎ সরাসরি 0 বা 1 এর উপর নির্ভর করে সুইচিং করে তাকে ডিজিটাল সেন্সর সুইচ বলে। যেমনঃ প্রক্সিমিটি সেন্সর, মেটাল সেন্সর দ্বারা সুইচিং।

You may also like...