তার এবং ক্যাবলের বেবহার সম্পর্কে ধারণা।

তার এবং ক্যাবলের
 
 
তারঃ ইনসুলেশন দ্বারা আবৃত বা অনাবৃত একটি একক পরিবাহী বা কনডাকটরকেই তার বলা হয়।
বাস্তবে, একক বা একাধিক খেইবিশিষ্ট পাকানাে নগ্ন (Bare) বা ইনসুলেশনবিহীন পরিবাহীকেও তার বলা হয়। 

 

ক্যাবল: একাধিক যে একত্রে পাকানে ইন্সুলেশন আবৃত পরিবাহীকে ক্যাবল বলা হয়। 

 

তার এবং ক্যাবলের মধ্যে পার্থক্য (Difference between wires and cables): 
১। তার নগ্ন অথবা হাল্কা ইনসুলেশন যুক্ত হয়, কিন্তু ক্যাবল সব সময়েই ইনসুলেশন যুক্ত হয়।
২। তার সলিড অথবা স্ট্র্যান্ডেড উভয়ই হতে পারে, কিন্তু ক্যাবল সব সময়েই স্ট্র্যান্ডেড হয়।
৩। তারের ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে না, কিন্তু ক্যাবলের ইনসুলেশনের উপর আবারাে ভারী ইনসুলেশন
অথবা ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে।
৪। নগ্ন-তার ব্যতীত হাল্কা ইনসুলেশন যুক্ত তার সাধারণত নিম্ন এবং মাঝারি ভােল্টেজের (25/4OO) জন্যে ব্যবহৃত হয়, কিন্তু
ক্যাবল মাঝারি এবং উচ্চ ভােল্টেজের (400/11000V) জন্যে ব্যবহৃত হয়। 
পিভিসি, ভিআইআর, টিআরএস/সিটিএস এবং ফ্লেক্সিবল ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and
sis of PVC, VIR, TRS or CTS and flexible cables):
‘পিতল (Y) কাৰণ এই ক্যলিল সাধারণত 2504O) ভােল্টের জন্যে তৈরি করা হয়। পরিবাহী হিসেবে তামা অথবা।
অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এবং ইনসুলেশন হিসেবে পলিভিনাইল ক্লোরাইড (Poly-Vinyl chloride) বা পিভিসি কলাভ
ব্যবহৃত হয়। এই ক্যাবলে এক বা একাধিক খেই থাকে। একাধিক খেই ব্যবহারের কারণ হল ক্যাবলকে ফ্লেক্সিবল বা নমনীয়
করা। পিভিসি বিশেষ এক ধরনের নমনীয় প্লাস্টিক, যার উপর বাতাসের আর্দ্রতা, এসিড বা ক্ষারধর্মী কোন রাসায়নিক
দ্রব্যাদির প্রভাব পড়ে না।  এই ইনসুলেশন দাহ্য নয়, তবে আগুনের সংস্পর্শে জ্বলে, আবার আগুন সরালে নিভে যায়। 
ব্যবহার (Uses):
১। এই ক্যাবল বাড়িঘর, কলকারখানা ওয়্যারিং-এর কাজে ব্যবহৃত হয়।
২। যে সকল স্থানে ক্যাবলের উপর ঘষা বা আঘাত লাগার সম্ভাবনা থাকে, সে সকল স্থানে এই তার ব্যবহার করা হয়।
১। আর্দ্রতা পূর্ণ স্থানে এবং যে সকল স্থানে রাসায়নিক দ্রব্যের প্রভাব আছে, সে সকল স্থানে এই ক্যাবল ব্যবহার করা হয়। 
ভিআইআর (VIR): VIR-এর পূর্ণনাম Vulcanized India Rubber, Vulcanized শব্দের অর্থ হল রাবারে গন্ধক মিশিয়ে শক্ত
করা হয়।  রাবারের সাথে খনিজ পদার্থ, যথা ঃ গন্ধক, দস্তা, অক্সাইড, রেড-লিড, ইত্যাদি মিশিয়ে VIR তৈরি করা হয়।
ইনসুলেশন হিসেবে VIR ভাল। কারণ এটা বাতাস হতে আর্দ্রতা শোষণ করে না এবং পানি নিয়ে। তবে এর একটি তত্ত্বীয়
অংশ অসুবিধাও আছে, আর তা হল ইনসুলেশনে মিশানাে গন্ধক তামার সাথে বিক্রিয়া করে। সে কারণে ১৯৭২। জন্ম তার
পর টিনের প্রলেপ দেয়া হয়। এই বলে সাধারণত একটিমাত্র কোর থাকে। কোরটি সলিড বা স্ট্র্যান্ডেড তারের হতে পারে।
আগে তামার উপর দিকে। প্রলেপ দেয়া তার ব্যবহৃত হত, কিন্তু এখন অ্যালুমিনিয়ামের তার ব্যবহৃত হয়। ক্যাবলের
ভিআইআর ইনসুলেশন এবং ইনসুলেশনের উপর মেমমিশ্রিত সুতাের বুনানাে কাপড়ের আবরণ দেয়া হয়। এ তার 250/40)
ভোল্ট এবং650/100 ভোল্টেজের এর জন্য ব্যবহার করা হয়।
ব্যবহার (Uses): পিভিসি-র প্রচলন হওয়ার পর হতে এই তারের ব্যবহার অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।
১। এই তারের ব্যবহার লাে-ভােল্টেজ বিতরণ ব্যবস্থায় এবং অভ্যন্তরীণ ওয়্যারিং-এর কাজের মধ্যে সীমিত।
২। পানি নিরােধক হওয়ায় ভিজে সঁতসেঁতে স্থানেও ব্যবহার করা হয়ে থাকে।
সিটিএস (CTS) বা টিআরএস (TRS)।
সিটিএস এর পূর্ণ নাম ‘ক্যাব টায়ার শীথড’ (Cab Tyre Sheathed)। টিআরএস এর পূর্ণনাম টাফ রাবার শীথড
(Tough Rubber Sheathed) । এই ক্যাবল সাধারণত 250/400 ভােল্টের উপযােগী করে তৈরি করা হয়। টিনের
প্রলেপযুক্ত তামার অথবা অ্যালুমিনিয়ামের তারের উপর ভিআইআর এর ইনসুলেশন দেয়া থাকে এবং এর উপর।
সত্তর জন্যে দুটেল ও কঠিন রাবারের আবরণ দেয়া হয়। এই আবরণ গাড়ির চাকার টায়ারের মতাে শক্ত বলে এর নাম টায়ার
শীৎ করা হয়েছে। আর বহিরাবরণ শক্ত রাবারের বলে এর নাম হয়েছে ‘টাফ রাবার শীথড’।
ব্যবহার (Uses): পিভিসি-র প্রচলন হওয়ার পর হতে এই ক্যাবলের ব্যবহারও সীমিত হয়ে পড়েছে।
১। বাড়িঘরে, কলকারখানায় অ্যারিং-এর কাজে ব্যবহৃত হয়।
২। সার্ভিস কানেকশনে কখনো কখনো ব্যবহার করা হয়।
৩। পানি নিরোধক হওয়ায় স্যাঁতসেঁতে স্থাপনে ব্যবহার করা হয়ে থাকে।
ফ্লেক্সিবল (Flexible) ক্যাবল ও একে ফ্লেক্সিবল ক্যাবল না বলে ফ্লেক্সিবল কর্ড এবং ফ্লেক্সিবল তার বলা হয়।
পরিবাহী হিসেবে সাধারণত তামা ব্যবহার করা হয়। এক বা একাধিক খেই তারের উপরে থার্মোপ্লাস্টিক ইনসুলেটিং কম্পাউন্ড
আবরণ হিসেবে ব্যবহার করা হয়। তারের সাইজ এবং ভােল্টেজ গ্রেড অনুসারে ইনসুলেশন মােটা বা পাতলা হয়ে থাকে।
এই তার সাধারণত দুটি কোর একত্রে পাকানাে বা মোড়ানাে অবস্থায় থাকে এবং দু’টি কোর দু’ রঙের হয়।
ব্যবহার (Uses):
১। অভ্যন্তরীণ ওয়্যারিং-এ সিলিং রোজ হতে পেন্ডেন্ট হোল্ডার এবং সিলিং ফ্যানে সংযােগের জন্যে এই তার ব্যবহৃত হয়।
২। অনেক স্থানে অস্থায়ীভাবে বাতি জ্বালাবার জন্যেও এই তার ব্যবহৃত হয়।

 

ওয়্যার গেজের সাহায্যে তার এবং ক্যাবলের সাইজ পরিমাপ পদ্ধতি (The procedure measuring the size of
wires and cables by a wire gauge) :
ক্যাবলের কন্ডাক্টর বা তার পরিমাপ করার জন্যে যে যন্ত্র ব্যবহৃত হয়, এটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ হিসেবে পরিচিত।
স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ (Standard wire Gauge) একটি গােলাকার চাকতিবিশেষ এবং চাকতির প্রান্ত দিয়ে 0 হতে 10 পর্যন্ত
বিভিন্ন আকারের ছিদ্র আছে। প্রতিটি ছিদ্র হতে প্রান্ত দিয়ে বের হয়ে আসার একটা সরুপথ আছে। ব্রিটিশ গেজে (SWG)
প্রতিটি ছিদ্রের পার্শ্বে চাকতির এক পৃষ্ঠে নম্বর এবং অন্য পৃষ্ঠে তারের ব্যাস ইঞ্চিতে মুদ্রিত থাকে। কিন্তু আমেরিকান গেজে
(AWG) এক পৃষ্ঠে নম্বর এবং অন্য পৃষ্ঠে তারের ব্যাস ‘মিলে’ (Mil) মুদ্রিত থাকে। এক মিল, এক ইঞ্চির এক হাজার ভাগের
এক ভাগ। যে তারের ব্যাস পরিমাপ করতে হবে, সে তারকে ছিদ্র দিয়ে ঢুকিয়ে ছিদ্রের সাথে সংশ্লিষ্ট সরুপথ দিয়ে সহজেই
বের হয়ে। আসতে পারবে, ঐ ছিদ্রটি তারের নম্বর এবং ব্যাস। গেজ নম্বর যত বেশি হবে, ব্যাস তত কম হবে। ‘
একটি উদাহরণ ধরা যাক, 7/0.036 সাইজের একটি পিভিসি ক্যাবল। এখানে 7 এর অর্থ হল এই ক্যাবলে সাতটি খেই আছে।
এবং এর এক-একটি খেই-এর ব্যাস হল 0.036”। এই একটি খেই SWG -এ ঢুকালে 20 নং ছিদ্রের সরুপথ দিয়ে ঠিকঠাক মত
বাইরে আসবে। এখন আমরা এই ক্যাবলের সাইজ বলতে পারব 7/20। আবার AWG-এ এই ক্যাবল 7/1.06mm সাইজের হবে।
এর অর্থ 7 টি খেই-এর একটি খেই এবং ব্যাস হবে 1.06 মিলিমিটার। এভাবেই SWG এবং AWG এর সাহায্যে একটি
ক্যাবলের সাইজ পরিমাপ করা হয়।
তারের কারেন্ট বহন ক্ষমতা (Current carrying capacity of a wire): 
তারের ভিতর দিয়ে আমাদের ইচ্ছামতাে যত বেশি কারেন্ট পাঠাতে পারি না। কারণ কারেন্ট প্রবাহিত হবার ফলে তার গরম হয়।
কারেন্ট যত বেশি প্রবাহিত হবে, তারও তত বেশি গরম হবে। এতে আমাদের অসুবিধার কিছুই নাই। অসুবিধা হল তারের।
ইনসুলেশনের এবং ডােল্টেজের।
১। উত্তাপ যত বেশি হবে, ইনসুলেশন তত বেশি দুর্বল হতে থাকবে এবং এক পর্যায়ে ইনসুলেশন গলে যাবে।
২। তারের নিজস্ব রেজিস্ট্যান্স আছে। কারেন্ট প্রবাহিত হবার ফলে তারে ভােল্টেজ-ড্রপ হয়। কারেন্ট যত বেশি প্রবাহিত হবে ।
ভোল্টেজ-ড্রপ ও তত বেশি হবে। ফলে সার্কিটে সংযুক্ত লোডে ভোল্টেজ কমে যাবে, যা কাম্য হতে পারে না। কাজেই সব।
দিক বিবেচনা করে বিশেষজ্ঞগণ সিদ্ধান্ত নিয়েছেন তারের নিরাপদ কারেন্ট বহন ক্ষমতা সম্পর্কে।
কোন পরিবাহীর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট প্রবাহিত হলে সৃষ্ট উত্তাপে ইনসুলেশনের কোন ক্ষতি হয় না এবং ভােল্টেজ
ড্রপও একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে সে পরিমাণ কারেন্টকেই ‘তারের কারেন্ট বহন ক্ষমতা বলে।

You may also like...

Leave a Reply