আইপিএস, হােম ইউপিএস ও ইপিএস-এর কাজ

আইপিএস, হােম ইউপিএস ও ইপিএস-এর কাজ
 
 
বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ মানব সভ্যতার জন্য খুব প্রয়োজন। কোনো দেশের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের উপর।
সে দেশের উন্নয়ন নির্ভর করে। আমাদের দেশে সরকারি ব্যবস্থাপনায় যে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় তাতে প্রায়ই
লোডশেডিং-এর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়ার জন্য বর্তমানে আইপিএস বহুলভাবে
ব্যবহৃত একটি পদ্ধতি। মূল লাইনে বিদ্যুৎ থাকা অবস্থায় আইপিএস চার্জিং ইউনিটের মাধ্যমে সিস্টেমের।
ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ করা হয়। এ অধ্যায়ে আইপিএস এবং এ রকম যেতে হয়। এ অধ্যায়ে আইপিএস এবং রকম
বৈদ্যুতিক যন্ত্ৰ ইউপিএস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আইপিএস/হােম ইউপিএস/ইপিএস-এর কাজ :
আইপিএস (IPS) এর পূর্ণ অর্থ Instant Power Supply. মূল বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে তাৎক্ষণিকভাবে এ উৎস-এর মাধ্যমে
লােডে বিদ্যুৎ সাপ্লাই দেয়া হয়। ইহাতে স্বয়ংক্রিয় সুইচ থাকে যার কন্ট্যাক্ট-এর পরিবর্তনে লােড বিদ্যুৎ সাপ্লাই পায়।
আইপিএস-এর প্রধান অংশ দুইটি।
(ক) সঞ্চয়ী ব্যাটারি এবং (খ) ইলেকট্রনিক কন্ট্রোলার সার্কিট।  
বাস্তব ক্ষেত্রে ইলেকট্রনিক কন্ট্রোলার সার্কিট ইনভার্টার ও কনভার্টার উভয় কাজ করে এবং একই হনটের ম
থাকে। এটি এস সাপ্লাইকে পূর্ণ ডিসিতে রুপান্তর করে ব্যাটারি চার্জ করে বিদ্যুৎ জমা রাখার কাজ করে।
বিদ্যুৎ উৎস বন্ধ হলে স্বয়ংক্রিয় সুইচের পরিবর্তনে ব্যাটারিতে জমাকৃত বা সঞ্চিত বিদ্যুৎ পুনরায় এসিতে রূপান
করে লােডে সাপ্লাই দেয়। সিস্টেমে আইপিএস সংযােগ থাকা অবস্থায় মূল বিদ্যুৎ সাপ্লাই সরাসরি লােডে কাজ করে এবং
একই আইপিএস-এর ব্যাটারি চার্জও হয়। এর ক্ষমতা মূলত ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে। এর রেটিং কিলোওয়াট বা
কেভিএ-তে লেখা হয়। আজকাল আইপিএস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাসা-বাড়িতে ফ্যান, লাইট, টিভি, কম্পিউটার
চালাতে অফিস কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য আইপিএস ব্যবহৃত হয়। আইপিএসকে হােম ইউপিএস বা ইপিএস বলা হয়।
ইউপিএস-এর কাজ : ইউপিএস (UPS) শব্দের অর্থ Ann Uninterruptible Power Supply. 
সরবরাহে কোনাে প্রকার বিঘ্ন না ঘটিয়ে বা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় এ ডিভাইস এর মাধ্যমে। 
গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দেয়ার জন্য ব্যবহৃত এ ডিভাইসকে ব্যাক আপ।
ডিভাইস বলা হয়। 
ইউপিএস (UPS) সিস্টেমের প্রয়োজনীয় উপাদান সমূহ:
(ক) একটি রেকটিফায়ার এবং থাইরেস্টর নিয়ন্ত্রিত ব্যাটারি চার্জার যা এসি ইনপুটকে রেগুলেটেড ডিসিতে
রূপান্তর করে ব্যাটারি চার্জ দেয়।
(খ) একটি ব্যাটারি থাকে যা এসি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে ইনভার্টারে ডিসি সাপ্লাই দেয়।
(গ) একটি ইনর্ভাটার থাকে যা ব্যাটারির ডিসিকে এসিতে রূপান্তর করে লােডে সরবরাহ দেয়।
এ ডিভাইসের মাধ্যমে এসি সাপ্লাইকে ডিসি রূপান্তর করে ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চিত রাখা হয়। সাপ্লাই বিদ্যু
সরাসরি ব্যবহার না করে ব্যাটারিতে সঞ্চয়ের মাধ্যমে ব্যবহার করা হয় বলে কোনাে প্রকার বিপ্ন ছাড়াই বিদ্যু
সাপ্লাই দেয়। এর ক্ষমতাকে ব্যাক আপ পাওয়ার ক্যাপাসিটি বলা হয়। ইহার এ ব্যাক অপ পাওয়ার নির্ভর করে মূল
ব্যাটারির ক্যাপাসিটির উপর। ইউপিএস-এর ব্যাক আপ পাওয়ার ১৫ মিনিট অর্থ এটির উপযােগী যে যন্ত্রের সাত
সংযুক্ত সে যত্রে মূল বিদ্যুৎ উৎস বন্ধ হলে ১৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম। কম্পিউটার পরিচালনায় ইউপিএস
ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভােল্টেজ স্ট্যাবিলাইজার-এর কাজ : সার্কিটে লােড বাড়ানাে বা কমানাের কারণে বিদ্যুৎ উৎপাদন
কেন্দ্রের সার্কিটে বা সিস্টেমে অনবরত ভােল্টেজ এর ওঠানামা ঘটে, যা ইলেকট্রনিক সার্কিটের জন্য মারাত্মক ক্ষতিকর।
যন্ত্রের সাহায্যে ভােল্টেজের এ ওঠানামা বন্ধ করা যায় এবং যা ভােল্টেজের এর মান প্রায় স্থির করে রাখতে সক্ষ তাকে
ভোল্টেজ স্ট্যাবিলাইজার বলে। অধিক সেনসেটিভ ইলেকট্রনিক যন্ত্রপাতি চালাতে সর্বদা সঠিক পরিমাণ ভােল্টেজ
প্রযােজন হয়। ভােল্টেজ স্থির। রাখার জন্য স্বয়ংক্রিয় যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়, তাকে ভােল্টেজ
স্ট্যাবিলাইজার বলে। এ কাজে প্রধান উপাদান হিসেবে জিনার ডায়োড, ট্রানজিস্টর, রেগুলেটর, আইসি ব্যবহার করা হয়।
লােড । কারেন্টের পরিবর্তন জিনার ডায়োড তার নিজ কারেন্টের পরিবর্তন করে ভােল্টেজ স্ট্যাবিলাইজড বা স্থির করে।
ইলেকট্রনিক সার্কিটের স্থায়িত্ব, ভালো অপারেশন-এর গুরুত্ব অপরিসীম। ভোল্টেজ স্ট্যাবিলাইজার অ্যান্ড রেগুলেটেড
ডিসি পাওয়ার কে স্থির মানের ডিসি তে রূপান্তরের সহায়ক। 

You may also like...

Leave a Reply