বৈদ্যতিক ইস্ত্রি

বৈদ্যতিক ইস্ত্রি
বৈদ্যুতিক ইস্ত্রি নিত্যপ্রয়োজনীয় সাংসারিক সরঞ্জাম হিসেবে গণ্য করা হয়। বর্তমান সময়ে বৈদ্যুতিক ও ব্যবহার ব্যাপক।
অটোমেটিক ও নন্ অটোমেটিক দু ধরনের ইত্ৰিই বাজারে পাওয়া যায়। এ অধ্যায়ে ইত্রির। রক্ষণাবেক্ষণ, মেরামত পদ্ধতি
ইত্যাদি নিয়ে আলােচনা থাকবে। ইলেকট্রিক ইত্রি দু রকমের হয়। সাধারণ অটোমেটিক ইস্ত্রি এবং স্বয়ংক্রিয় বা অটোমেটিক
ইত্তি। এই ইত্রির মধ্যে হিটারের মত হিটিং এ বৃত্তাকার বা চক্রাকারে বা ত্রিভুজাকার মাইকা শিট এর উপর বসানো থাকে।
বৈদ্যুতিক ইত্রির সাধারণ গঠন : বৈদ্যুতিক আয়রনের (ইত্রি) বিভিন্ন অংশগুলাে ইরি ধরণ অনুযায়ী নে
আছে। একটি অটোমেটিক আয়রন এর বিভিন্ন অংশগুলো হল-
১. সেল প্লেট
২. হিটিং এলিমেন্ট 
৩. প্রেসার প্লেট বা ওয়েট প্লেট 
৪. আয়রন কেস
৫. হ্যান্ডেল
৬. ইনসুলেটিং ম্যাটেরিয়াল 
৭. টার্মিনাল হাউজিং 
৮. আয়রন সাপোর্ট 
একটি অটোমেটিক আয়রনের বিভিন্ন অংশ: একটি অটোমেটিক আয়রন যে সকল অংশের সমন্বয়ে গঠিত
সেগুলো হল
১. সােল প্লেট
২. হিটিং এলিমেন্ট
৩. প্রেসার প্লেট বা ওয়েট প্লেট
৪. আয়রন কেস 
৫. হাতল 
৬. ইনসুলেটিং ম্যাটেরিয়াল
৭. টার্মিনাল হাউজিং 
৮. আয়রন সাপোর্ট 
৯. থার্মোস্ট্যাট বা স্বয়ংক্রিয় সুইচ
১০. পাইলট ল্যাম্প 
১১. কন্ট্যাক্ট পয়েন্ট 
১২. হিট এডজাষ্টমেন্ট নব
অটোমেটিক আয়রনের সাথে নন-অটোমেটিক আয়রনের মৌলিক পার্থক্য হল তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা।
সােল প্লেট : বৈদ্যুতিক ইত্রির সবচেয়ে নিচের প্লেটটি সােল প্রেট। এটি সাধারণত লােহা দিয়ে তৈরি এবং এতে। কোমিয়াম
প্রেটিং করা থাকে। আবার কখনও কখনও এর নিচে আর একটি প্লেট দেয়া থাকে যাকে হিল প্রেট বলে। অটোমিেটক
আয়রনের সাথে নন-অটোমেটিক আয়রনের মৌলিক পার্থক্য হল তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা।
সােল প্লেট : বৈদ্যুতিক ইন্দ্রির সবচেয়ে নিচের প্লেটটি সােল প্লেট। এটি সাধারণত লােহা দিয়ে তৈরি এবং এতে।
ক্রোমিয়াম প্লেটিং করা থাকে। আবার কখনও কখনও এর নিচে আর একটি প্লেট দেয়া থাকে যাকে হিল প্রেট বলে।
হিটিং এলিমেন্ট : নাইক্রোম এর সরুফালি মাইকা পাতের উপর জড়িয়ে হিটিং এলিমেন্ট তৈরি করা হয়। ভালােভাবে।
ইনসুলেট করার জন্য হিটিং এলিমেন্ট-এর উপরে ও নিচে পাতলা মাইকার সােল দেয়া থাকে।
প্রেসার প্লেট : এটি ঢালাই লােহা দিয়ে তৈরি হয় এবং হিটিং এলিমেন্ট-এর উপর বসানাে থাকে। হিটিং এলিমেন্ট
যেন ঠিক জায়গা থেকে সরে না যায় সেজন্যই প্রেসার প্লেট ব্যবহার করা হয়। । 
আয়রন কেস বা উপরের ঢাকনা : এ ঢাকানা লােহার তৈরি এবং এতে ক্রোমিয়াম প্লেটিং করা থাকে।
হাতল : হাতল সাধারণত কাঠ বা শক্ত এবােনাইট শিট দিয়ে তৈরি হয়।
টার্মিনাল হাউজিং :বৈদ্যুতিক ইস্ত্রি হিটিং এলিমেন্ট এ বিদ্যুৎ সরবরাহের জন্য তামা দিয়ে টার্মিনাল হাউজিং তৈরি।
করা হয়। এতে সাপ্লাই কর্ড সংযুক্ত করা থাকে।
থামমাস্ট্যাট : 
এর সাহায্যে প্রয়ােজন মত তাপ বাড়ানাে বা কমানাে।
যায়। একে স্বয়ংক্রিয় সুইচও বলে। এতে ভিন্ন ধাতুর দুটি পাত একসঙ্গে মােড়ানাে থাকে। কন্ট্রোলনবের সাহায্যে।
সেটিং তাপমাত্রা যখন নির্দিষ্ট সীমা অতিক্রম করবে, পাতটি তখন বেঁকে যাবে আর সেই সাথে সার্কিট বিদ্যুৎ সাপ্লাই
থেকে বিচ্ছিন্ন হবে। এভাবে থার্মোস্ট্যাট কাজ করে বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
পাইলট ল্যাম্প :
 বৈদ্যুতিক ইত্রির টার্মিনাল হাউজিং এ সাপ্লাইয়ের প্যারালালে একটি কয়েল বসিয়ে তার সাথে । একটি বাতি প্যারালালে
সংযুক্ত করা থাকে, যাকে পাইলট বাতি বলে। ইত্তিতে বিদ্যুৎ প্রবাহ বিদ্যমান থাকলে পাইলট বাতি জ্বলবে আর থার্মোস্ট্যাট-এর
মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে পাইলট বাতি নিভে যাবে।
বৈদ্যুতিক ইত্রির বিভিন্ন অংশ: 
(ক) সােল প্লেট
(খ) হিটিং এলিমেন্ট
(গ) প্রেসার প্লেট
(ঘ) উপরের ঢাকনা
(ঙ) প্লাস্টিক হাতল
 বৈদ্যুতিক ইস্ত্রি কার্যপ্রণালী :  
ইলেকট্রিক আয়রনের হিটিং এলিমেন্ট মাইকা ইনসুলেশন জাতীয় পদার্থের উপর পেঁচানো থাকে। হিটার এলিমেন্ট
সাধারণভাবে নাইক্রোম তারের তৈরি হয়। ইস্ত্রিতে বৈদ্যুতিক কারে অবাৰে  হটং এলিমেন্ট গরম হয় এবং তা দিয়ে
জামা-কাপড় ইস্ত্রি করা যায়। ইস্ত্রি যদি কম গরম হয় তাহলে কাপড় ঠিকতম ইস্ত্রি করে ভাঁজ করা যাবে না। আর যদি বেশি
গরম হয় তাহলে কাপড় পুড়ে যেতে পারে। এ অসুবিধা দূর করার জন্য আজকাল বাজারে অটোমেটিক ইস্ত্রিই বেশি পাওয়া
যাচ্ছে। হত্রির তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত থার্মোস্ট্যাট হিটিং এলিমেন্ট এর সাথে সিরিজ সংযােগ করা থাকে। যখন বৈদ্যুতিক
ইত্রি বা আয়রনে সাপ্লাই দেয়া হয় তখন থার্মোস্ট্যাট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এটি উত্তপ্ত হয় এবং ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে। আবার
যখন তাপমাত্রা বা টেম্পারেচার সেটিং বা নরমাল এর চেয়ে বেশি হয় তখনই থার্মোস্ট্যাট অফ হয়ে যায় এবং ইন্ডিকেটর
ল্যাম্প আর জ্বলে না। থার্মোস্ট্যাট নরমালি ওপেন বা অফ বা কন্ধ থাকে, এটি দুটি ধাতু স্টিল ও সিলভার এর তৈরি। হিট যখন
নরমাল পজিশনে চলে আসে তখন থার্মোস্ট্যাট (বাইমেটালিক স্ট্রিপ) বন্ধ হয় আর তখন ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে উঠে এবং
তাপ উৎপন্ন হয়। ইত্রির উপরের দিকে হিট যাতে না উঠতে পারে সেজন্য  অ্যাসবেস্টস প্যাড দেয়া থাকে। সাপ্লাই এর ক্ষেত্রে
সিলেকটর ‘নব’ বা কন্ট্রোলসুইচ ডায়াল অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে। ঠিক ঠিক পজিশনে রাখা হয়। ডায়াল অ্যারেঞ্জমেন্ট ক্লক
ওয়াইজ ঘুরালে টেম্পারেচার বাড়ে এবং এন্টি ক্লক ওয়াইজ আমেটার কমে। কাপড়ের বিভিন্ন ধরন অনুযায়ী থার্মোস্ট্যাট ‘নব
সেট করতে হয় যা কখনও কখনও। ইত্রির গায়ে লেখা থাকে। সে অনুযায়ী ইস্ত্রি গরম হয় ও কাপড় ইস্ত্রি করা যায়।

You may also like...

Leave a Reply